০৭.১০.০৮
সমকাল ।। বগুড়া ব্যুরো/ নওগাঁ ও ক্ষেতলাল প্রতিনিধি
ঈদ এবার ভালো কাটেনি কৃষকের। ধানের শীষ বের হওয়ার মুহহৃর্তে সবুজ ক্ষেতগুলো ত্রক্রমেই বিবর্ণ হয়ে ওঠায় ফসলহানির দুশ্চিšøার ছাপ তাদের চোখে-মুখে। ফসল বাঁচাতে ঈদের দিনও কীটনাশক নিয়ে তাদের ছুটতে হয়েছে জমিতে।
কৃষি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমি প্রস্ট‘ত করার সময় প্রয়োজনীয় ফসফেট ও পটাশজাতীয় সার প্রয়োগ করতে না পারার কারণেই মহৃলত ধানগাছগুলো অপু®িদ্বতে আত্রক্রাšø হয়ে দিন দিন বিবর্ণ হয়ে পাতা মরে যাচ্ছে। ফসলের সল্ফ¢াব্য ক্ষয়ক্ষতির কথা অফিসিয়ালি বলতে মানা। তাই উত্তরাঞ্চলে কর্মরত ক’জন কৃষি কর্মকর্তা ‘অব দ্য রেকর্ডে’ জানান, অপু®িদ্বর কারণে ধানগাছের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় অঞ্চলভেদে ক্ষেতগুলোতে নানা ধরনের পোকার আত্রক্রমণও বাড়ছে। অপু®িদ্ব কাটাতে কৃষি বিভাগের দেওয়া পরামর্শ অনুযায়ী কৃষক পটাশ মিশ্রিত পানি ¯েক্স্র কিংবা কীটনাশক ছিটিয়েও এখন ধানগাছের হারানো সবুজ রং ফেরাতে পারছেন না। কমছে না পোকার আত্রক্রমণও। বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট অঞ্চল ঘুরে এমন দৃশ্যই চোখে পড়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, আমন আবাদের জন্য জমি প্রস্ট‘ত করতে ১ জুলাই মৌসুম শুরু হওয়ার আগে থেকেই অর্থাৎ জুনের মাঝামাঝিতে কৃষকরা ফসফেট সার প্রয়োগ করে থাকেন। কিন্তু এবার বগুড়াসহ উত্তরাঞ্চলের কোনো জেলাতেই নির্ধারিত সময়ে তো নয়ই, এমনকি এক মাস পেরিয়ে যাওয়ার পরও কৃষকরা চাহিদা অনুযায়ী ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) ও মিউরেট অব পটাশ (এমওপি) সার সংগ্রহ করতে পারেননি। সময়মতো ওই দুই ধরনের সারের যে বরাদ্দ মেলেনি, তা কৃষি কর্মকর্তারা স্ট^ীকারও করেছেন। তবে ‘চাকরি বাঁচানোর’ কথা বলে কোনো কর্মকর্তাই বরাদ্দ ও উত্তোলন পরিস্টি’তির পরিসংখ্যান মিডিয়ার কাছে প্রকাশ করতে রাজি হননি।
বগুড়ায় কৃষি কর্মকর্তাদের অসহযোগিতার মুখে জেলা প্রশাসনের সংশিল্গ®দ্ব শাখায় অনুসল্পব্দান করে জানা গেছে, জেলায় এমওপি সারের প্রথম বরাদ্দ দেওয়া হয় ২৮ জুলাই। ৩ হাজার ৬৬৩ মেট্রিক টনের বিপরীতে প্রথম বরাদ্দ মেলে মাত্র ৫০০ মেট্রিক টন। এরপর ৫ ও ৬ আগ¯দ্ব দু’দিনে বরাদ্দ দেওয়া হয় আরো ২ হাজার ৪৩৬ মেট্রিক টন। একইভাবে টিএসপির মোট চাহিদা ৫ হাজার ৫৭ মেট্রিক টন হলেও প্রথম বরাদ্দ মেলে ১৮ জুলাই মাত্র ১৬ মেট্রিক টন। এরও ১৭ দিন পর বরাদ্দ দেওয়া হয় ২ হাজার ৬০০ মেট্রিক টন। নওগাঁয় জুলাই, আগ¯দ্ব ও সেপ্টেল্টল্ফ^রে যেখানে টিএসপির চাহিদা ছিল ১৭ হাজার ৬৯৩ মেট্রিক টন, সেখানে বরাদ্দ মিলেছে মাত্র ১ হাজার ৮৯৮ মেট্রিক টন। আর ১৬ হাজার ৪৯৯ মেট্রিক টন এমওপি সারের বিপরীতে বরাদ্দ এসেছে মাত্র ৩১৫ মেট্রিক টন।
মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, নির্ধারিত সময়ে টিএসপি ও এমওপি না পাওয়ার কারণে তারা ওই দুই ধরনের সার ছাড়াই আবাদে নেমে পড়েন। পরে অনেক দেরিতে সারগুলো ডিলারদের মাধ্যমে বাজারে ছাড়া হলেও দাম গত মৌসুমের তুলনায় ™ি^গুণের বেশি হওয়ায় কৃষকরা তা কেনার আগ্রহ হারিয়ে ফেলেন। গত মৌসুমে যেখানে প্রতি বস্টøা টিএসপির দাম ছিল ১ হাজার ৮০০ থেকে ২ হাজার, আর এবার ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৬০০ টাকা পর্যšø উঠেছে। একইভাবে ১ হাজার ৫০ টাকা বস্টøার এমওপি এবার বিত্রিক্র হচ্ছে ২ হাজার ২৫০ থেকে ২ হাজার ৬০০ টাকা পর্যšø।
নাম প্রকাশে অনিচ্ছুক উচ্চ পদস্ট’ এক কৃষি কর্মকর্তা সাংবাদিকদের বলেন, টিএসপি ও এমওপি সারের ঘাটতির কারণে এবার আমন আবাদে কৃষকরা পুরোপুরি ইউরিয়া সারের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। ফলে ধানগাছ তরতর করে বেড়ে উঠলেও টিএসপি ও এমওপি সারের অভাবজনিত কারণে অপু®িদ্বতে আত্রক্রাšø হয়ে সেগুলো বিবর্ণ হতে শুরু করে। গাছে ধান জন্ম নেওয়ার মুহহৃর্তে তা আরো প্রকট আকার ধারণ করে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় সবুজ ধানগাছ লাল ও হলুদ রং ধারণ করার পাশাপাশি অঞ্চলভেদে ধানক্ষেতে মাজরা ও বাদামিসহ নানা ধরনের পোকার উপদ্রব বেড়ে যায়।
শস্যভাউত্তরাঞ্চলে খাদ্য উ™^ৃত্ত জেলাগুলোর অন্যতম বগুড়া, নওগাঁ ও জয়পুরহাট জেলার প্রায় সাড়ে ৪ লাখ হেক্টর জমির আমন ফসলই হুমকির মুখে পড়েছে। বিবর্ণ হয়ে যাওয়া ক্ষেত থেকে এবার সিকিভাগ ফলনও মিলবে কি-না তা নিয়ে শগ্ধিকত হয়ে পড়েছেন কৃষকরা। কৃষি কর্মকর্তাদের আশগ্ধকা, কাগ্ধিক্ষত ফলন না হলে খাদ্য উ™^ৃত্ত ওই ৩ জেলায় ১২ লাখ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা মারাͧকভাবে ব্যাহত হতে পারে।
আমন ফসলের সল্ফ¢াব্য পরিণতি কী হতে পারে তা এ অঞ্চলের নদীতীরবর্তী এক জেলার ঊর্ধ্বতন এক কৃষি কর্মকর্তার মšøব্য থেকেই স্টক্স®দ্ব অনুমান করা যায়। সাংবাদিকদের তিনি বলেন, পটাশ সারের ঘাটতিজনিত ফসলের এমন বিবর্ণ চেহারা গত ৪০ বছরেও দেখা যায়নি।
জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মালিপাড়া গ্রামের কৃষক শামছুল আলম সমকালকে জানান, তিনি এবার যে ১৬ বিঘা জমিতে এবার ধান লাগিয়েছেন, এর সবই বিবর্ণ হয়ে পোকার আত্রক্রমণের শিকার হয়েছে। এ পর্যšø কয়েক দফায় ১০ হাজার টাকার কীটনাশক ছিটিয়েও কোনো ফল পাননি। পাশর্^বর্তী আক্কেলপুর উপজেলার সোনাইমাগুরা গ্রামের আবদুল জলিল জানান, তার জমিতে লাগানো ধানগাছের পাতা মরে যাচ্ছে। পাতামরা রোগ থেকে আমন ফসল রক্ষার জন্য তিনি এ পর্যšø ৪ বার কীটনাশক ¯েক্স্র করেছেন; কিন্তু কিছু তো হচ্ছেই না, বরং দিন দিন আরো নতুন পাতা মরে যাচ্ছে।
বগুড়া কৃষি স¤ক্স্রসারণ বিভাগের উপ-পরিচালক রুস্টøম আলী জানান, যেসব কৃষক সময়মতো ফসফেট সার জমিতে প্রয়োগ করতে পারেননি, তাদের এখন ওই সার পানিতে মিশিয়ে ¯েক্স্র করতে বলা হয়েছে। তিনি অবশ্য স্ট^ীকার করেন, জমি প্রস্ট‘ত করার সময় টিএসপি ও এমওপি সার দিতে না পারলে ধানগাছ অপু®িদ্বজনিত রোগে আত্রক্রাšø হতে পারে।
জয়পুরহাট কৃষি স¤ক্স্রসারণ বিভাগের উপ-পরিচালক মহসীন আলী অবশ্য ফসফেট সারের ঘাটতির কথা মানতে রাজি হননি। তিনি ধানগাছ রোগাত্রক্রাšø হওয়ার পেছনে কৃষকদের ভারতীয় নিল্ফুমানের স্ট^র্ণা, মামুন ও রঞ্জিত জাতের বীজ ব্যবহারকে প্রধান কারণ হিসেবে উল্কেèখ করেন।
Subscribe to:
Post Comments (Atom)
About Me
- Participatory Research & Action Network- PRAN
- প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।
Krishi Khobor
-
▼
2008
(356)
-
▼
October
(54)
- ফটো ফিচার........
- কৃষিঋণ ও কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন নীতিমালা
- কৃষিখাতে ক্ষুদ্রঋণের চাহিদা বাড়ছে
- ২৫ হাজার টন এমওপি সার আমদানি করবে সরকার
- কৃষিঋণ : পুনঃঅর্থায়ন নীতিমালা সহজ হচ্ছে
- ইকোলজিক্যাল স্যানিটেশনের মাধ্যমে বিপুল জৈব সার তৈর...
- আমন চাষীদের বাঁচাল রেশমী
- চুয়াডাঙ্গায় প্রকাশ্যে বীজ নিয়ে প্রতারণা
- ফটো ফিচার........
- কুড়িগ্রামে সাড়ে ৬ হাজার হেক্টর জমির ধান গাছ নুয়ে প...
- চা বাগানসমূহের অনুকূলে আজ ৫ হাজার টন ইউরিয়া সার সর...
- কৃষককে সময়মতো সারের জোগান জরুরি
- ‘সামগ্রিক কৃষি সংস্কার কর্মসূচি’ প্রণয়ন ও বাস্তবায়...
- খাদ্য নিরাপত্তা নিশ্চিত করিতে সার উৎপাদনে স্বয়ংসম্...
- ইউরিয়া সারের প্রাপ্যতা নিশ্চিত করা জরুরি
- জলবায়ু পরিবর্তনের দায় আমাদেরই
- বিকল্প আয়ের উৎস : সামুদ্রিক শৈবাল চাষ
- জাপানে বাংলাদেশী বিজ্ঞানীর ধানের লবণাক্ততা ও খরা স...
- আধুনিক কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি
- খাদ্য সংকট নিরসনে কাসাবা
- কৈ মাছের কৃত্রিম প্রজনন
- খাদ্যনিরাপত্তায় উৎপাদন বাড়াতে হবে
- ১ নভেম্বর থেকে ঢাকায় মাছ ও সবজি বিক্রি বন্ধের হুমক...
- চীনের সহায়তায় হাইব্রিড তুলা ফলাবে বাংলাদেশ
- আসন্ন মৌসুমে ৮১ লাখ হেক্টরে রবিশস্য চাষের কর্মসূচি...
- জলবায়ু সহনশীল খাদ্যশস্য ও আজকের কৃষি
- কয়েক দফা বন্যায় আমন চাষ ব্যাহত
- গ্রীষ্মকালীন টমেটো চাষে অভাবনীয় সাফল্য
- কৃষি খাতে রূপান্তর ও পুঁজির বিকাশ
- পাটগ্রামে ধানক্ষেতে পাতামরা রোগ, কৃষক দিশেহারা
- লক্ষ্মীপুরে সার-কীটনাশক-শ্রমের মূল্যবৃদ্ধিII আমন চ...
- দামুড়হুদায় হিমাগারের অভাব নষ্ট হচ্ছে কৃষিপণ্য
- কৃষিবান্ধব নীতির কারণে কৃষিতে এগিয়ে চীন
- হাইব্রিড ধান বীজ
- তিন বছর মেয়াদী শস্য ঋণ চালু II বাংলাদেশ ব্যাংকের প...
- কোল্ড স্টোরেজে রয়েছে ১৫ লাখ টন আলু লোকসানে বিক্রি ...
- ঝালকাঠিতে এক হাজার একর জমির সেচ সুবিধা নিশ্চিত
- টিএসপি ও এমওপি সারের অভাবজনিত অপু®িদ্ব ও পোকার আত্...
- ঠাকুরগাঁও কৃষকের দুশ্চিন্তার কারণ পাতাপচা রোগ আর প...
- জীবনমানের সব আছে কৃষকের ঘরে
- কৃষকরা ব্যাংক থেকে তিন বছর মেয়াদে ঋণ পাবেন
- টমেটো ও বেগুনের জোড়-কলম
- হালাল খাদ্যপণ্যের রপ্তানী কৌশল রপ্ত করতে হবে
- সূর্যমুখী চাষের মৌসুম আসন্ন
- মরিচের চারা বিক্রি করে লাখপতি
- কৃষিঋণ : প্রান্তিক কৃষকদের সুবিধা কতখানি ?
- পারস্যের গোলাপ: দিনাজপুরের ধান
- কৃষককে সংগঠিত করা বিশেষ প্রয়োজন
- ভার্মি কম্পোস্ট! সবুজ বিপ¬বের আর এক নিয়ামক
- কৃষিক্ষেত্রে কুমিল্লা মডেলের পুনর্মূল্যায়ন
- সমস্যায় জর্জরিত কৃষিখাত
- রাবার চাষ বদলে দিতে পারে কৃষি অর্থনীতি
- বীজ, সার, সেচ, যত্ন, এই চার মিলে রত্ন
- চলছে ফুলকপি ও বাঁধাকপি চাষের মৌসুম
-
▼
October
(54)
No comments:
Post a Comment