Saturday, October 11, 2008

দামুড়হুদায় হিমাগারের অভাব নষ্ট হচ্ছে কৃষিপণ্য

০৮.১০.০৮
ডেসটিনি ।। দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

দামুড়হুদা উপজেলায় কোনো হিমাগার না থাকায় প্রতি বছর প্রচুর পরিমাণে কৃষিপণ্য নষ্ট হচ্ছে। ফলে এলাকার গরিব চাষিদের আত্ম-সামাজিক উন্নয়নে বাধাগ্রস্ত হচ্ছে। উপজেলার চাষিরা অতি কষ্টে বিভিন্ন প্রকার ফলমূল ও সবজি জাতীয় ফসল উৎপাদন করে থাকেন। কিন্তু মজুদ করে রাখার কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে অল্প মূল্যে এসব পণ্য বিক্রি করে থাকেন। এতে করে স্থানীয় কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন প্রতিনিয়ত। এদের পাশে দাঁড়াবার কেউ থাকে না। এ উপজেলায় কৃষকদের উৎপাদিত ফলমূল ও বিভিন্ন প্রজাতির তরিতরকারি সাধারণত পচনশীল হওয়ার কারণে এগুলো দ্রুত হিমাগারে রেখে মজুদ রাখা প্রয়োজন। এসব উৎপাদিত পণ্য জমি থেকে উত্তোলন করে পচে নষ্ট হয়ে যাওয়ার ভয়ে বেশিদিন মজুদ করে রাখতে পারছেন না। সঙ্গত কারণেই বাজারে দাম থাকুক বা নাই থাকুক অল্প দরেই উৎপাদিত পণ্যগুলো বিক্রি করে দিতে হয়। এতে করে কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি গুরুত্বপূর্ণ পৌর এলাকার প্রতি বছর মৌসুমি ফল আম, কাঁঠালসহ আলু ও টমেটো উৎপাদন হয়ে থাকে। এগুলো দেশের বিভিন্ন স্থানে চালান হয়ে থাকে। এদিকে সঠিকভাবে সংরক্ষণের অভাবে এসব পণ্যের ২৫ থেকে ৩০ ভাগ নষ্ট হয়। বাকিগুলো কমদামে বিক্রি করতে হয়। দেশের ভারত সীমান্তবর্তী এ উপজেলা চাষাবাদসহ সব ফসল উৎপাদনের মূল ঘাঁটি হিসেবে চিহ্নিত। এখানে হিমাগার না থাকায় এলাকার চাষিদের চরম দুর্ভোগ পোহাতে হয়। এলাকার সচেতন মহল বলেছে, হিমাগার গড়ে তোলার বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও এ জনপদে আজও কোনো হিমাগার গড়ে ওঠেনি। এলাকাবাসী তথা কৃষকদের দাবি এখানে একটি হিমাগার তৈরি হলে চাষিরা উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পেতেন।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor