_30_10_200.jpg)
প্রতিদিনের তরকারিতে এর ব্যবহার রসনায় বাড়তি তৃপ্তি এনে দেয় বলে বিলাতি ধনে পাতার গ্রহণযোগ্যতা অনেক। এক সময় সমতল ভূমিতে উৎপন্ন হলেও এখন পাহাড়েও এর চাষ হচ্ছে। পাহাড়ি এলাকায় এবার ধনে পাতার ব্যাপক ফলন হয়েছে। কিন্তু শ্রম বা চাহিদার তুলনায় বিলাতি ধনে পাতার তেমন দাম নেই। ছবিটি কাপ্তাইয়ের কারিগরপাড়া এলাকা থেকে তোলা ---------মসিউর রেহমান বাদল
No comments:
Post a Comment