০৯.০৮.০৮
ইত্তেফাক ।। ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা ।।
বন্যায় জামালপুরের অনেক এলাকায় আমন চাষীদের মেরুদণ্ড ভেঙ্গে গেছে। কৃষি ক্ষেত্রে ক্ষতির ধকল কাটাতে নতুন উদ্যমে কৃষকরা রোপা আমন আবাদ শুরু করেছে। পানি নেমে যাওয়ার পর এ অঞ্চলের কৃষকরা পড়েছে আমন চারা সংকটে। সার, কীটনাশক, জমি চাষ ও শ্রমিকের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কৃষকরা এখন দিশেহারা। জামালপুরের ইসলামপুরের এ সমস্যা প্রকট। এখানে ২৫ হাজার মেট্রিক টন আমন ধান উৎপাদন কম হওয়ার সম্ভবনায় খাদ্য ঘাটতির আশংকায় কৃষি সংশ্লিষ্টরা।
স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে প্রায় ১০ হাজার হেক্টর জমিতে রোপা আমন লাগানো হয়। পরিবেশ অনুকূলে থাকলে ৩০ হাজার মেট্রিক টন ধান উৎপাদন হওয়ার সম্ভবনা ছিল। কিন্তু দফায় দফায় বন্যা ও ভারী বর্ষণে ৮ হাজার ১৫০ হেক্টর জমির রোপা আমন পানিতে নিমজ্জিত হয়। দীর্ঘস্থায়ী বন্যায় ৭ হাজার ৫৬০ হেক্টর জমির রোপা আমন ক্ষেত সম্পূর্ণ বিনষ্ট হয়। এতে ৩৫ হাজার কৃষক প্রায় ২২ হাজার ৬৮০ মেট্রিক টন ধান উৎপাদন থেকে বঞ্চিত হয়েছে। আর ১২৩ হেক্টর বীজতলা, ৫০৮ হেক্টর শাক-সবজিসহ মোট ৮ হাজার ২৪৭ হেক্টর জমির ফসল নষ্ট হওয়ায় ৫১ কোটি ৯৬ লাখ টাকার ক্ষতি হয়। বিপুল এ ক্ষতির ধকলে ক্ষতিগ্রস্ত অনেক কৃষকেরা বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মেরুদণ্ড একবারে ভেঙ্গে গেছে। গত বছরও এ উপজেলার কৃষকর আমন আবাদে মার খেয়েছিল।
বন্যাকবলিত এলাকা থেকে পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে নতুন উদ্যমে কৃষকরা রোপা আমন আবাদ শুরু করেছে। কৃষকরা ব্যস্ত সময় কাটাচ্ছে জমি তৈরি ও আমন রোপণের কাজে। পানি নেমে যাওয়ার পর এসব অঞ্চলের কৃষকরা পড়েছে আমন চারা সংকেট।
১২৩ হেক্টর বীজতলা নষ্ট হওয়ায় আমন চারা সংগ্রহে হিমসিম খাচ্ছে এখানকার কৃষকরা। উঁচু এলাকা ছাড়াও দূর-দূরান্তের বিভিন্ন স্থান থেকে যতটুকু চারা পাওয়া যাচ্ছে তা চড়া মূল্যে কিনতে হচ্ছে। পরিবহন ব্যয় মিলিয়ে প্রতি বিঘা জমির জন্য ধানের চারা সংগ্রহ করতে তাদের ব্যয় হচ্ছে ২ হাজার থেকে ২ হাজার ৫শ’ টাকা। এমনিতেই বন্যার কারণে রোপা আমনের আবাদ পিছিয়ে গেছে ২০ থেকে ২৫ দিন। এখানকার কৃষকদের ধারণা যদি নতুন বীজতলার চারা রোপণের আশায় থাকতে হয়, তবে উৎপাদন প্রক্রিয়া পিছিয়ে যাবে আরো দেড় মাস।
অপরদিকে, গত বছরের তুলনায় সার, কীটনাশক, জমি চাষ ও শ্রমিকের মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত কৃষকরা আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
ইসলামপুরের কৃষি কর্মকর্তা প্রদীপ কুমার সাহা জানান, কৃষক আবার নতুন উদ্যমে রোপা আমন লাগাতে শুরু করেছে। আমন আবাদে লক্ষ্যমাত্রা অর্জিত হবে। পরিবেশ অনুকূলে থাকলে ক্ষতি অনেকাংশে পুরণ হওয়ার সম্ভবনা রয়েছে। তবে কৃষি সংশ্লিষ্টরা বলেছে, আবাদে লক্ষ্যমাত্রা অর্জিত হলেও ২৫ হাজার মেট্রিক টন ধান উৎপাদন কম হবে।
Saturday, October 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
About Me
- Participatory Research & Action Network- PRAN
- প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।
Krishi Khobor
-
▼
2008
(356)
-
▼
October
(54)
- ফটো ফিচার........
- কৃষিঋণ ও কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন নীতিমালা
- কৃষিখাতে ক্ষুদ্রঋণের চাহিদা বাড়ছে
- ২৫ হাজার টন এমওপি সার আমদানি করবে সরকার
- কৃষিঋণ : পুনঃঅর্থায়ন নীতিমালা সহজ হচ্ছে
- ইকোলজিক্যাল স্যানিটেশনের মাধ্যমে বিপুল জৈব সার তৈর...
- আমন চাষীদের বাঁচাল রেশমী
- চুয়াডাঙ্গায় প্রকাশ্যে বীজ নিয়ে প্রতারণা
- ফটো ফিচার........
- কুড়িগ্রামে সাড়ে ৬ হাজার হেক্টর জমির ধান গাছ নুয়ে প...
- চা বাগানসমূহের অনুকূলে আজ ৫ হাজার টন ইউরিয়া সার সর...
- কৃষককে সময়মতো সারের জোগান জরুরি
- ‘সামগ্রিক কৃষি সংস্কার কর্মসূচি’ প্রণয়ন ও বাস্তবায়...
- খাদ্য নিরাপত্তা নিশ্চিত করিতে সার উৎপাদনে স্বয়ংসম্...
- ইউরিয়া সারের প্রাপ্যতা নিশ্চিত করা জরুরি
- জলবায়ু পরিবর্তনের দায় আমাদেরই
- বিকল্প আয়ের উৎস : সামুদ্রিক শৈবাল চাষ
- জাপানে বাংলাদেশী বিজ্ঞানীর ধানের লবণাক্ততা ও খরা স...
- আধুনিক কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি
- খাদ্য সংকট নিরসনে কাসাবা
- কৈ মাছের কৃত্রিম প্রজনন
- খাদ্যনিরাপত্তায় উৎপাদন বাড়াতে হবে
- ১ নভেম্বর থেকে ঢাকায় মাছ ও সবজি বিক্রি বন্ধের হুমক...
- চীনের সহায়তায় হাইব্রিড তুলা ফলাবে বাংলাদেশ
- আসন্ন মৌসুমে ৮১ লাখ হেক্টরে রবিশস্য চাষের কর্মসূচি...
- জলবায়ু সহনশীল খাদ্যশস্য ও আজকের কৃষি
- কয়েক দফা বন্যায় আমন চাষ ব্যাহত
- গ্রীষ্মকালীন টমেটো চাষে অভাবনীয় সাফল্য
- কৃষি খাতে রূপান্তর ও পুঁজির বিকাশ
- পাটগ্রামে ধানক্ষেতে পাতামরা রোগ, কৃষক দিশেহারা
- লক্ষ্মীপুরে সার-কীটনাশক-শ্রমের মূল্যবৃদ্ধিII আমন চ...
- দামুড়হুদায় হিমাগারের অভাব নষ্ট হচ্ছে কৃষিপণ্য
- কৃষিবান্ধব নীতির কারণে কৃষিতে এগিয়ে চীন
- হাইব্রিড ধান বীজ
- তিন বছর মেয়াদী শস্য ঋণ চালু II বাংলাদেশ ব্যাংকের প...
- কোল্ড স্টোরেজে রয়েছে ১৫ লাখ টন আলু লোকসানে বিক্রি ...
- ঝালকাঠিতে এক হাজার একর জমির সেচ সুবিধা নিশ্চিত
- টিএসপি ও এমওপি সারের অভাবজনিত অপু®িদ্ব ও পোকার আত্...
- ঠাকুরগাঁও কৃষকের দুশ্চিন্তার কারণ পাতাপচা রোগ আর প...
- জীবনমানের সব আছে কৃষকের ঘরে
- কৃষকরা ব্যাংক থেকে তিন বছর মেয়াদে ঋণ পাবেন
- টমেটো ও বেগুনের জোড়-কলম
- হালাল খাদ্যপণ্যের রপ্তানী কৌশল রপ্ত করতে হবে
- সূর্যমুখী চাষের মৌসুম আসন্ন
- মরিচের চারা বিক্রি করে লাখপতি
- কৃষিঋণ : প্রান্তিক কৃষকদের সুবিধা কতখানি ?
- পারস্যের গোলাপ: দিনাজপুরের ধান
- কৃষককে সংগঠিত করা বিশেষ প্রয়োজন
- ভার্মি কম্পোস্ট! সবুজ বিপ¬বের আর এক নিয়ামক
- কৃষিক্ষেত্রে কুমিল্লা মডেলের পুনর্মূল্যায়ন
- সমস্যায় জর্জরিত কৃষিখাত
- রাবার চাষ বদলে দিতে পারে কৃষি অর্থনীতি
- বীজ, সার, সেচ, যত্ন, এই চার মিলে রত্ন
- চলছে ফুলকপি ও বাঁধাকপি চাষের মৌসুম
-
▼
October
(54)
No comments:
Post a Comment