১৮.০৫.০৯
।। ডেসটিনি ।। বেতাগী (বরগুনা) প্রতিনিধি
বেতাগীতে এই প্রথম তরমুজের বাম্পার ফলন হয়েছে। বাজারে বিক্রির জন্য গাড়ি ভরে প্রথমবারের মতো বাজারে নিয়ে আসছে চাষিরা। তরমুজ চাষে ভাগ্য ফিরছে বেতাগীর কয়েকশ কৃষকের। উপজেলার বিভিন্ন এলাকায় এবার উন্নত জাতের সুস্বাদু ফ্যাংভও তরমুজের বাম্পার ফলন হয়েছে। ক্রমান্বয়ে কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে তরমুজ চাষ। মাত্র কয়েক বছরে উপজেলার বিভিন্ন এলাকায় অভাবনীয় সাফল্য অর্জিত হয়েছে। অল্প সময়ে বেশি লাভবান হওয়ায় তরমুজ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। তরমুজ চাষ করে বেশি লাভবান হওয়ায় অন্য ফসলের আবাদ ছেড়ে এলাকার কৃষকরা ঝুঁকে পড়েছেন তরমুজ চাষে। খরচ কম ও লাভ বেশি হওয়ায় প্রতি বছরই তরমুজ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে। উপজেলার আমড়াগাছিয়া, বাসন্ডা, বিবিচিনি, ফুলতলা, কদমতলা, চান্দখালী, মোকামিয়াসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে আগের তুলনায় বর্তমানে তরমুজ চাষ এলাকায় সাড়া জাগিয়েছে। তরমুজ চাষে খরচ কম, লাভ বেশি হওয়ায় অনেক কৃষকই তরমুজ চাষে আগ্রহী হচ্ছে। বাসন্ডা গ্রামের ধীরেন ম-ল জানান এক একর জমিতে তরমুজ চাষ করে অনেক বেশি লাভবান হয়েছেন। যা বিগত বছরের চেয়ে রেকর্ড ছাড়িয়ে গেছে। ঝিলবুনিয়া গ্রামের ইউপি সদস্য আলাউদ্দিন আকাশের ক্ষেতে গিয়ে দেখা গেছে ৫ হাজার টাকা খরচ করে প্রায় ৩০ হাজার টাকা মূল্যের তরমুজ ফলিয়েছে। চাষিরা জানান উন্নত জাতের তরমুজ চাষ করে সুস্বাদু তরমুজ হিসেবে বেতাগীতে পরিচয় লাভ করছে।
Monday, May 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
About Me

- Participatory Research & Action Network- PRAN
- প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।
Krishi Khobor
-
▼
2009
(122)
-
▼
May
(8)
- নীলফামারীতে বোরো উৎপাদনে লক্ষ্যমাত্রার ৫০ শতাংশ ব্...
- শেরপুরের কৃষকরা গুদামে ধান দিতে পারছেন না
- পাট, আবার সুদিন আসুক
- পাট, আবার সুদিন আসুক
- গুমাই বিলের ১০ লাখ বর্গা চাষীর স্বপ্নভঙ্গ গোলা ভরে...
- গুমাই বিলের ১০ লাখ বর্গা চাষীর স্বপ্নভঙ্গ ।। গোলা ...
- বেতাগীতে তরমুজের বাম্পার ফলন
- উলিপুরে ধান নিয়েবিপাকে কৃষক
-
▼
May
(8)
No comments:
Post a Comment