Tuesday, May 19, 2009

নীলফামারীতে বোরো উৎপাদনে লক্ষ্যমাত্রার ৫০ শতাংশ ব্যাহত

১৯.০৫.০৯
ডেসটিনি ।। নীলফামারী প্রতিনিধি।।

নীলফামারী জেলায় এবার বোরো মৌসুমের উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণ হচ্ছে না। প্রাকৃতিক দুর্যোগ এবং জ্বালানি তেল ও সারের মূল্য বেড়ে যাওয়ায় এবার ৫০ শতাংশ ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। এ অবস্থার মধ্য দিয়ে জেলার সর্বত্র বোরো ধান কাটা ও ঝাড়াই শুরু হয়েছে। ক্লন্তিহীনভাবে কৃষকরা মাঠের ফসল ঘরে তুলছেন। কারণ যে কোনো সময় উঠতি ফসলে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি আঘাত হানতে পারে। জেলা কৃষি স¤প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, জেলায় চলতি বোরো চাষাবাদের লক্ষ্যমাত্রা ৭৯ হাজার ৭০০ হেক্টরে নির্ধারণ করা হয়েছে। এর উৎপাদন লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮৪ হাজার মেট্রিক টন। বোরো চাষাবাদের শুরুতেই জ্বালানি তেল, সার ও কীটনাশকের দাম কয়েকগুণ বেড়ে যাওয়ায় কৃষি বিভাগের চাষাবাদের লক্ষ্যমাত্রার ১০ ভাগ জমিতে বোরো চাষ করতে মাঠে নামেননি এ জেলার কৃষকরা। এর ওপর আরো ৫ শতাংশ জমির বোরো চাষিরা টাকা-পয়সার অভাবে রোপণকৃত বোরো চারায় সেচ ও সার সময়মতো দিতে না পারায় নষ্ট হয়ে গেছে। এ ছাড়াও স¤প্রতি জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কয়েক দফা কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির কারণে প্রায় ২৫ শতাংশ জমির উঠতি ফসল ঝরে পড়ে নষ্ট হয়ে গেছে। সব মিলিয়ে এবার এ জেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা তো পূরণ হবেই না বরং ৫০ শতাংশ কম হবে। এ অবস্থায় অবশিষ্ট বোরো ফসল মাঠ থেকে কৃষকদের ঘরে তোলার খরচ ও স্থানীয়ভাবে কৃষি ঋণ নিয়ে চাষাবাদের খরচের টাকার ঋণ পরিশোধ করতে গিয়ে অনেকেই শূন্য হাতে কেউবা সামান্য ধান নিয়ে ঘরে ফিরতে দেখা গেছে। অপরদিকে নীলফামারীতে গত ৪ মে থেকে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে চালু হয়নি। ফলে বোরো চাষিরা স্থানীয় হাট-বাজারে ফড়িয়া শস্য ব্যবসায়ীদের মনগড়া দামে বোরো ধান বিক্রি করতে বাধ্য হচ্ছে। এতে বোরো চাষিরা ধানের ন্যায্যমূল্য না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. এনায়েতুর রহমান জানান, খুব শিগগিরই বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু করা হবে। এ জেলায় শুধু মে মাসের জন্য ক্রয় বরাদ্দে অর্ডার এসেছে ১ হাজার ৬৬৪ মেট্রিক টন ধান ও ৬ হাজার ৬৩৪ মেট্রিক টন চাল। প্রতি কেজি ধান ১৪ টাকা ও চাল ২২ টাকা দামে ক্রয় করা হবে।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।