Tuesday, February 3, 2009

মোহনগঞ্জে মেয়াদোত্তীর্ণ সারে বাজার সয়লাব

০৩.০২.০৯
ডেসটিনি ।। নেত্রকোনা প্রতিনিধি
মোহনগঞ্জ উপজেলায় বোরো আবাদের মৌসুমের শুরুতেই মেয়াদোত্তীর্ণ নিম্নমানের সারে হাট-বাজার সয়লাব হওয়ায় ফসল নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা। প্রত্যন্ত এ অঞ্চলের সহজ-সরল কৃষকরা এসব মেয়াদোত্তীর্ণ নিম্নমানের সার ক্রয় করে বোরো ধানের জমিতে প্রয়োগ করছেন। ফলে চলতি মৌসুমে কৃষকরা আশানুরূপ ফলন ফলাতে পারবেন না বলে জানিয়েছেন। অসাধু সার ব্যবসায়ীরা দেশি ও উন্নতমানের সার গুদামে মজুদ রেখে মেয়াদোত্তীর্ণ নিম্নমানের সার টিএসপি, পটাশ ও ফসফেট অধিক মুনাফার আশায় সহজ-সরল কৃষকদের মধ্যে বিক্রি করছে বলে অভিযোগ রয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় ডিলারদের পুরনো মেয়াদোত্তীর্ণ ও নষ্ট সার মজুদ থাকায় তা কৃষকদের মধ্যে বিক্রি করছে তারা। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ারুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা স্বীকার করেন এবং এ বিষয়টির ব্যাপারে অবগত আছেন বলে জানান।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor