Tuesday, February 10, 2009

রূপগঞ্জে ফসলি জমি রক্ষায় কৃষকদের বিক্ষোভ স্মারকলিপি

০৬.০২.০৯
ডেসটিনি ।। রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন কৃষি জমি আগ্রাসন প্রতিরোধ কমিটি গতকাল বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল বের করে। মিছিলকারীরা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রূপগঞ্জ ইউএনও ও সংসদ সদস্যকে স্মারকলিপি দেয়। উপজেলা কমপ্লেক্স মাঠে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রতিরোধ কমিটির সভাপতি জায়েদ আলী। বক্তব্য রাখেন কমিটির নেতা অ্যাডভোকেট আব্দুল আউয়াল, সামসুল আলম, আলাউদ্দিন, রবি রায়, তারিকুল ইসলাম, আব্দুল বাতেন, আলী আজগর প্রমুখ।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor