Friday, February 27, 2009

তজুমদ্দিনের শম্ভুপুরে রেণুপোনা চাষিদের দুর্দিন

২৪.০২.০৯

ডেসটিনি ।। ভোলা প্রতিনিধি
তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর মৎস্য পল্লীতে রেণু পোনা উৎপাদনে দিন দিন আগ্রহ হারিয়ে ফেলছেন চাষিরা। সার ও খাদ্যমূল্য বৃদ্ধির কারণে চাষিরা সহজশর্তে ঋণ না পাওয়ায় অর্থ সংকটে উৎপাদনের হার অনেকটা কমে গেছে। বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি হ্যাচারি। চালু হ্যাচারিগুলো আসন্ন মৌসুমে পুরোমাত্রায় রেণু উৎপাদন করতে পারবেন না বলে আশঙ্কা করা হচ্ছে। এ কারণে মৌসুমের শুরুতে মৎস্যচাষি ও ব্যবসায়ীসহ সবাই উদ্বিগ্ন। বিগত মৌসুমে অনেকেই লোকসানের শিকার হয়েছেন। এ ইউনিয়নটিতে প্রায় অর্ধশত হ্যাচারি রয়েছে। কিন্তু অর্থ সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মৎস্য কর্মকর্তাদের সঠিক পরামর্শের অভাবে এবং সরকারিভাবে সহজশর্তে চাষিরা ঋণ না পাওয়ায় দিন দিন এ অঞ্চলের রেণুপোনা উৎপাদন হ্রাস পাচ্ছে। চৈত্র থেকে মধ্য আষাঢ় পর্যন্ত রেণু পোনা উৎপাদনের ভরা মৌসুম। এ সময়ে সবচেয়ে বেশি রেণু পোনা উৎপাদন হয়ে থাকে। তবে অগ্রহায়ণের শুরু হয়ে যায় আসন্ন মৌসুমের প্রস্তুতি। তজুমদ্দিনের লামছি শম্ভুপুরের হ্যাচারিগুলোয় রুই, কাতল, মৃগেল, সিলভার কার্প, গ্রাস কার্প, তেলাপিয়া পাঙ্গাশসহ প্রভৃতি মাছের পোনা উৎপাদন হয়ে থাকে। এ উপজেলার হ্যাচারিগুলো থেকে ভোলা জেলার অন্যান্য উপজেলায় দৈনিক কয়েক লাখ পোনা ক্রয় বিক্রি হয়। প্রায় ২ হাজার লোকের বেশি মাছ উৎপাদন ক্রয়-বিক্রয়সহ সংশ্লিষ্ট পেশায় জড়িত রয়েছে। চাষি নাছির পাটওয়ারী জানান, সার ও প্রয়োজনীয় দ্রবমূল্যের ঊর্ধ্বগতি এবং উৎপাদন ব্যয় বেশি হওয়ার কারণে অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও মাছ চাষ করবেন না। এ মুহূর্তে চাষিদের ঋণের প্রয়োজন। এ ছাড়া গত বছর অনেককেই লোকসান গুনতে হয়েছে। এবার মৌসুম শুরু হওয়ার আগেই উৎপাদন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে রেণুর মূল্যে বৃদ্ধি করার উদ্যোগ নিয়েছেন।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor