১৩.০২.০৯
সমকাল ।। সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড়
বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড় থেকে বাণিজ্যিকভাবে ¯দ্ব্রবেরি ফল বাজারজাত শুরু হয়েছে। পঞ্চগড়ের ¯দ্ব্রবেরি এখন যাচ্ছে ঢাকার আগোরা ও নন্দনে। যশোরের গোল্ডেন সিড ফার্ম ¯দ্ব্রবেরি ফল বাজারজাত করছে। এর মধ্য দিয়ে পঞ্চগড়ের কৃষি অর্থনীতিতে যোগ হয়েছে নতুন মাত্রা। এ মৌসুমে এ বাগান থেকে দেড় টন ¯দ্ব্রবেরি উৎপাদন হবে বলে জানিয়েছেন তারা। যার বাজার মহৃল্য ৬/৭ লাখ টাকা। প্রতিবছর গাছ বৃ™িব্দর পাশাপাশি উৎপাদনও বাড়বে।
মাত্র কিছুদিন আগে পঞ্চগড়ে ¯দ্ব্রবেরি চাষ শুরু হয়। ধীরে ধীরে ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে এর চাষ। যশোরের উলশী হিমাগার লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান গোল্ডেন সিড ফার্ম গত বছরের ১০ জুলাই পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের হালধরজোত গ্রামে প্রায় তিন একর জমিতে ¯দ্ব্রবেরির চাষ শুরু করে।
পঞ্চগড়ের মাটি ¯দ্ব্রবেরি চাষের উপযোগী যশোরের গোল্ডেন সিড ফার্মের পরিচালক হাফিজুর রহমান পিন্টু মাত্র আট মাসে তা প্রমাণ করেছেন। এখানকার মাটি ও আবহাওয়ায় ¯দ্ব্রবেরি চাষের উপযুক্ত বিবেচনায় তিনি ¯দ্ব্রবেরি চাষ শুরু করেছিলেন। ইতিমধ্যে ফুলে ফলে ভরে গেছে গোটা বাগান। ¯দ্ব্রবেরি ফল দেখতে প্রতিদিনই বিভিল্পু এলাকার লোকজন ভিড় করেন তাদের বাগানে।
গত ৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এ বাগান থেকে বাণিজ্যিক ভিত্তিতে অর্থকরী ¯দ্ব্রবেরি ফল বাজারজাত কার্যত্রক্রমের উ™ে^াধন করা হয়। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মনজুর হাসান ভূঁইয়া এ কার্যত্রক্রমের উ™ে^াধন করেন। উ™ে^াধনী দিনে বাগান থেকে ২০ কেজি ¯দ্ব্রবেরি ফল তোলা হয়।
উদ্যোক্তারা জানান, চলতি মৌসুমে এ বাগান থেকে দেড় টন ¯দ্ব্রবেরি উৎপাদন হবে। যার বাজার মহৃল্য পাঁচ শ’ টাকা কেজি হিসাবে সাড়ে সাত লাখ টাকা। এ বাগানের উৎপাদিত ¯দ্ব্রবেরি ফল বিশেষ ধরনের প্যাকেটে ঢাকার আগোরা ও নন্দনে পাঠানো হবে। সেখানে প্রতিকেজি ৮৫০ টাকা দরে বিত্রিক্র হবে। এখানকার নার্সারি থেকে যে কেউ ¯দ্ব্রবেরির চারা সংগ্রহ করতে পারেন। এ বাগান থেকে প্রতি সপ্টøাহে ২০ কেজি করে ¯দ্ব্রবেরি সংগ্রহ করা যাবে।
প্রথম বাজারজাতকরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ¯দ্ব্রবেরির রাবি-৩ জাতের উদ্ভাবক রাজশাহী বিশ^বিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের জৈব প্রযুক্তিবিদ অধ্যাপক এম মনজুর হোসেন, রাজশাহী বিশ^বিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্যাথলজি¯দ্ব অধ্যাপক শাহ আলম, একই বিভাগের অধ্যাপক ড. একেএম রাফিউল ইসলাম, দৈনিক কল্যাণ পত্রিকার স¤ক্সাদক একরাম উদ দৌলা এবং উদ্যোক্তা মফিজুল ইসলাম মোহন বক্তব্য রাখেন।
¯দ্ব্রবেরির উদ্ভাবক রাজশাহী বিশ^বিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের জৈব প্রযুক্তিবিদ অধ্যাপক এম মনজুর হোসেন বলেন, ১২ বছর ধরে ¯দ্ব্রবেরি নিয়ে গবেষণা করছি। ¯দ্ব্রবেরি নিয়ে অনেক স্ট^পু। পঞ্চগড়ে এত ভালো ¯দ্ব্রবেরি হবে তা ভাবিনি। পঞ্চগড়ে উৎপাদিত ¯দ্ব্রবেরি সুস্ট^াদু ও রসালো।
তিনি বলেন, ¯দ্ব্রবেরি চাষকে মানুষের মাঝে ছড়িয়ে দিতে পঞ্চগড়ে ¯দ্ব্রবেরির বাগান করা হয়েছে। এখানে একটি নার্সারিও চালু করা হয়েছে। এ বাগান ও নার্সারিতে গবেষণা কার্যত্রক্রম পরিচালনা করা হবে। তিনি আরো বলেন, টিস্যু কালচার প™ব্দতির সোমোক্লোনার ভেরিয়েশন প্রযুক্তির সাহায্যে ¯দ্ব্রবেরির তিনটি জাত উদ্ভাবন করা হয়েছে। এ জাতগুলো হচ্ছে রাবি-১, রাবি-২ ও রাবি-৩। এর মধ্যে রাবি-৩ জাতটি বাংলাদেশের আবহাওয়ায় চাষের সবচেয়ে উপযোগী।
জাপান বিশ^বিদ্যালয়ের অধ্যাপক সুগাওয়ারা বলেন, ¯দ্ব্রবেরি সারাবিশে^ একটি জনপ্রিয় ফল। এটি সাধারণত শীতপ্রধান দেশের ফল হলেও আমাদের দেশে এর চাষ শুরু হয়েছে ইতিমধ্যে। পু®িদ্বগুণ ও মানে সমৃ™ব্দ ¯দ্ব্রবেরি আসলে একটি গুল্ম জাতীয় বহুবর্ষজীবী উদ্ভিদ। দেখতে অনেকটা লিচুর মতো। আমাদের দেশে চাষের সঙ্গে সঙ্গে এর ব্যবহারও শুরু হয়েছে। ¯দ্ব্রবেরি ফ্লেভারসমৃ™ব্দ বিভিল্পু দ্রব্য (খাদ্য ও প্রসাধনসামগ্রী) এখন বাজারে এসেছে। ¯দ্ব্রবেরিতে ভিটামিন ‘এ’, ‘সি’ ও ‘ই’ এবং ফলিক এসিড, সেলেনিয়াম, ক্যালসিয়াম, পলিফেনল, এলার্জিক, ফেরালিক এবং কুমারিক এসিড, কুয়েরসিটিন, জ্যন্থোমাইসিন এবং ফাইটো¯েদ্ববল আছে। এর মধ্যে এলার্জিক এসিড ক্যান্সার ও প্রৌঢ়Í^ প্রতিরোধী এমনকি এইডস প্রতিরোধী হিসেবে বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন। বাংলাদেশেও এর চাষ হতে পারে।
গোল্ডেন সিড ফার্মের পরিচালক হাফিজুর রহমান পিন্টু বলেন, অর্থকরী ¯দ্ব্রবেরি চাষের উজ্জ্বল সল্ফ¢াবনা রয়েছে পঞ্চগড়ে। দীর্ঘ সময় তুলনামহৃলকভাবে ঠা-া আবহাওয়া বিরাজিত এ জেলায় ¯দ্ব্রবেরি চাষ দ্রুত ছড়িয়ে পড়বে। চাষিদের উৎসাহিত করার পাশাপাশি উল্পুতমানের ¯দ্ব্রবেরির চারা সরবরাহ নিশ্চিত করতে এই বাগান ও নার্সারি স্ট’াপন করা হয়েছে। এ নার্সারি প্রকল্কপ্প পহৃর্ণতা পেলে পঞ্চগড়ের মানুষ সহজেই ¯দ্ব্রবেরির চারা পাবে এবং এই সুমি®দ্ব ফল চাষে উদ্যোগী হবে। মাত্র এক বিঘা জমিতে চার মাসের ব্যবধানে চাষাবাদের খরচ বাদ দিয়ে লাভ হবে ২-৩ লাখ টাকা। ফলে সাশ্রয় হবে বৈদেশিক মুদ্রা। দেশের মানুষ নতুন করে পরিচিত হবে এই সুমি®দ্ব ফলের সঙ্গে। পাশাপাশি পঞ্চগড়ের কৃষি অর্থনীতিতে যোগ করবে নতুন মাত্রা।
Subscribe to:
Post Comments (Atom)
About Me
- Participatory Research & Action Network- PRAN
- প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।
Krishi Khobor
-
▼
2009
(122)
-
▼
February
(66)
- তজুমদ্দিনের শম্ভুপুরে রেণুপোনা চাষিদের দুর্দিন
- গোয়ালন্দে ভেজাল কীটনাশকের কারণে উৎপাদন হ্রাস
- বড়লেখায় বোরো চাষের লক্ষ্যমাত্রা ব্যাহতের আশঙ্কা
- উত্তরাঞ্চলের আলুচাষিদের মাথায় ১০ হাজার কোটি টাকা দেনা
- চকচকে মোড়কে ভরে বিক্রি করা নিম্নমানের বীজ কিনে কৃষ...
- বোরোতে স্বপ্ন বাঁধছেন সাভারের কৃষক
- দিনাজপুরসহ গোটা উত্তরাঞ্চলে আড়াই লাখ হেক্টর জমিতে ...
- বন্ধ হয়ে গেছে বিকল্প সেচ ব্যবস্থা কিশোরগঞ্জে পানির...
- পানির অভাবে বোরো চাষ ব্যাহত
- লক্ষ্মীপুরে বিদ্যুৎ ও গলাচিপায় পানি সংকটে বোরো চাষ...
- কনসার্ভেশন এ্যাগ্রিকালচার
- কৃষক ও কৃষির দিন বদল চাই
- কৃষি ব্যবস্থাপনা অর্থনীতি
- অবশেষে কৃষিমন্ত্রীর নির্দেশে সার পাচ্ছেন সুনামগঞ্জ...
- পদ্মার ২৫টি শাখা নদীতে পানি নেই, বোরো চাষে বিপর্যয়...
- দিনাজপুরে সেচের পানির দাবিতে কৃষকদের সড়ক অবরোধ
- চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটে সমস্যার পাহাড়
- মহাদেবপুরে বোরো মৌসুমে বিদ্যুৎ বিভ্রাট
- দক্ষিণাঞ্চলে সেচ সুবিধা নিশ্চিত হয়নি।। ড্রামসিডার ...
- সুনামগঞ্জে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও সার পাচ্ছে...
- সেচের জন্য ১১০০ মেগাওয়াট বিদ্যুৎ দেয়ার নির্দেশ দিয়...
- মাগুরার বোরো চাষিরা দেশের বৃহত্তর জিকে সেচ প্রকল্প...
- ফুলকপি চাষে মহম্মদপুরের ২০ কৃষকের দারিদ্র্য জয়
- সার ও জ্বালানি তেল নিয়ে চরম ভোগান্তিতে কিশোরগঞ্জের...
- চিরিরবন্দর খানসামা পার্বতীপুরে হুমকির মুখে ইরি-বোর...
- জেলায় জেলায় স্ট্রবেরী চাষে বিপ্লব
- পঞ্চগড় থেকে বাণিজ্যিক ভিত্তিতে স্ট্রবেরি বাজারজাত ...
- সিরাজগঞ্জে বিদ্যুৎ ঘাটতি ৩৫ মেগাওয়াট বোরো চাষ ব্যা...
- শেরপুরে ভূগর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক নেমে গেছে
- বোরো মৌসুমে ডিজেল সংকট
- এগ্রোবেজ সেক্টরে তিন বছরে ৯০ লক্ষ মানুষের কর্মসংস্...
- সারকারখানা স্থাপনে সহায়তা দিতে চায় চীন
- কৃষকের পাওনা সাড়ে ৪ কোটি টাকা নর্থ বেঙ্গল সুগার মি...
- নীলফামারীতে ৬০০ সেচপাম্পে সংযোগ দেয়ার পরিকল্পনা
- বেগমগঞ্জে ভেজাল সারের রমরমা ব্যবসা
- ঠাকুরগাঁওয়ে বোরো চাষের লক্ষ্যমাত্রা অর্জনে অনিশ্চয়তা
- পাটগ্রামে ডিজেল সংকট
- উত্তরাঞ্চলে ভুট্টা চাষ, অন্য ফসল উৎপাদনে বিপর্যয়ের...
- ভর্তুকি মূল্যের সার অবিক্রীত নিম্নমানের সারের ফাঁদ...
- মিঠাপুকুরে জৈব সার ব্যবহারে ব্যাপক সাড়া
- দিনাজপুরে বোরো উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ
- মহেশপুরে ভেজাল ও নকল সারের ব্যবসা চলছে
- রাউজানে অনিশ্চয়তায় কৃষক বোরো চাষাবাদ বিলম্বিত
- রাজশাহীতে চলতি বোরো মৌসুমে বিদ্যুৎ ঘাটতির আশঙ্কা
- পীরগঞ্জে ভয়াবহ লোডশেডিং হুমকির মুখে বোরো চাষ
- পঞ্চগড়ে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত হচ্ছে স্ট্রবেরি
- রূপগঞ্জে ফসলি জমি রক্ষায় কৃষকদের বিক্ষোভ স্মারকলিপি
- নড়িয়া-ভেদরগঞ্জের ১২ হাজার হেক্টর জমিতে ধান চাষ হুম...
- রাজবাড়ীতে শাক-সবজির উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে
- মোহনগঞ্জে মেয়াদোত্তীর্ণ সারে বাজার সয়লাব
- হাতিবান্ধায় ৭০০ একর জমি জলাবদ্ধতায়
- আদিতমারীতে উৎপাদন কমের আংশকা
- দামুড়হুদা ও কয়রায় বোরো চাষিরা ধানের পরিচর্যায় মাঠে...
- আমদানি করা সার গুদামে পড়ে আছে কৃষকের হাতে যথাযথ সম...
- সুনামগঞ্জ পাউবো : ফসল রক্ষা বাঁধের কাজ শুরু হয়নি এখনো
- কম মহৃল্যে রাসায়নিক সার সরবরাহের দাবিতে যশোরে সমাবেশ
- কৃষি জমির উপর আগ্রাসন
- অয়েল পাম চাষের সম্ভাবনা
- চট্টগ্রাম অঞ্চলে সেচের অভাবে বোরো আবাদ হয়নি ২ লাখ ...
- দক্ষিণাঞ্চলে ধানের দাম পড়ে যাওয়ায় কৃষক বিপাকে
- খুলনায় নয়া ফসল বণ্টন প্রথা চালু ।। বর্গাচাষীরা বিপ...
- তিস্তা সেচ প্রকল্কপ্প নীলফামারীতে সেচ খালের অবকাঠা...
- বাঘায় আলু বেগুন শিম কুয়াশায় হিম ।। পেঁয়াজে বাম্পার...
- উলিপুরে ইউরিয়া সার উদ্ধার
- সান্তাহার গুদামে সাড়ে আঠারো হাজার টন টিএসপি ও এমওপ...
- জীবননগরে লক্ষ্যমাত্রার দ্বিগুণ সরিষার চাষ
-
▼
February
(66)
No comments:
Post a Comment