Tuesday, February 10, 2009

মহেশপুরে ভেজাল ও নকল সারের ব্যবসা চলছে

০৯.০২.০৯
মহেশপুর ( ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বর্তমানে খোলাবাজারে সার না থাকায় সারের প্রচ- সংকটের সুযোগে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী কৃষি কর্মকর্তাদের ম্যানেজ করে ভেজাল ও নকল সারের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। চলতি বোরো মৌসুমে খোলাবাজারে সার না থাকায় মহেশপুরে সারের প্রচ- সংকট চলছে। কিন্তু মহেশপুর উপজেলার ছোট-বড় বাজারগুলোতে একটি অসাধুচক্র কৃষি বিভাগের কিছু অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে নকল ও ভেজাল সার বিক্রির সুযোগ করে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। কৃষি বিভাগের একটি সূত্রে জানা গেছে, বিগত কয়েকমাস পূর্বে মহেশপুর উপজেলার ছোট-বড় বাজার থেকে বিভিন্ন প্রকার সারের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরীক্ষা শেষে নকল ও ভেজাল সারের যে চিত্র ফুটে উঠেছে তা হতবাক করার মতো।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor