Saturday, February 14, 2009

মহাদেবপুরে বোরো মৌসুমে বিদ্যুৎ বিভ্রাট

১৪.০২.০৯
ডেসটিনি ।। মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর মহাদেবপুর উপজেলায় চলতি বোরো মৌসুমে বিদ্যুৎ বিভ্রাট প্রকট আকার ধারণ করেছে। উপজেলায় বিদ্যুৎ বিভ্রাটের ফলে কৃষক-শ্রমিকসহ ছাত্রছাত্রী এবং গৃহিণীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুতের লোডশেডিং ও লো-ভোল্টেজ থাকায় বোরো ধান চাষে ব্যবহৃত উপজেলার বিদ্যুৎচালিত গভীর ও অগভীর নলকূপের মটর, পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার এবং এর যন্ত্রাংশ পুড়ে যাওয়াসহ বিকল হওয়ার ঘটনা অহরহ ঘটছে। এ ছাড়াও উপজেলার বাসা-বাড়িতে এবং ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবহৃত অধিকাংশ ফ্রিজ, টেলিভিশনসহ অন্যান্য বিদ্যুৎচালিত যন্ত্রাংশ লো-ভোল্টেজ ও ভোল্টেজ কমা-বাড়ার কারণে পুড়ে যাওয়াসহ অকেজো হচ্ছে। সবচেয়ে বেশি বেকায়দায় পড়েছে উপজেলার বোরো চাষিরা এবং আসন্ন এসএসসি পরীক্ষার্থীরা। চলতি মৌসুমে এ উপজেলায় ২৭ হাজার ৯৫০ হেক্টর জমিতে বোরো ধান চাষের জন্য এলাকার কৃষকরা একেবারে প্রস্তুতি নিলেও শুধু বিদ্যুৎ বিভ্রাটের ফলে অনেক কৃষকই এখনো জমিতে বোরো ধানের চারা রোপণ করতে পারছে না। এবার সার, বীজ ও ডিজেল নিয়ে কৃষকদের মধ্যে খুব বেশি উৎকণ্ঠা না থাকলেও বিদ্যুৎ বিভ্রাট নিয়ে তারা পড়েছে চরম বিপাকে।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor