Saturday, February 14, 2009

ফুলকপি চাষে মহম্মদপুরের ২০ কৃষকের দারিদ্র্য জয়

১৩.০২.০৯
ডেসটিনি ।। মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি

মাগুরার মহম্মদপুরের কৃষকেরা ফুলকপি চাষে ঝুঁকে পড়েছেন। উপজেলার ২০ কৃষক ফুলকপি চাষে সাফল্য পেয়েছেন। এ চাষে তারা অভাবকে জয় করেছেন। সাফল্যের সিঁড়ি বেয়ে অভাবকে জয় করা এক কৃষকের নাম সিদ্দিকুর রহমান। তার বাড়ি উপজেলার ধুলজুড়ি গ্রামে। সিদ্দিকের সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ জোগাতে পারতেন না। পরিবারের অন্য সদস্যদের চাহিদা অনুযায়ী ভরণপোষণ জোগাতেও অক্ষম ছিলেন তিনি। এখন আর সিদ্দিকের সংসারে সেসব হতাশার চিত্র নেই। ফুলকপি চাষ এনে দিয়েছে সচ্ছলতা। এক আত্মীয়ের পরামর্শে গরু বিক্রি করে বাড়ির পাশের একখ- জমিতে ফুলকপির আবাদ করেন। এরপর পরিশ্রম ও পরিচর্যায় ফুলকপিতে ভরে যায় তার ক্ষেত। বাজারে শিতকালীন ওই সবজির দাম বেশি থাকায় লাভবান হন তিনি। সিদ্দিকুর রহমান জানান, প্রায় ৬০ শতাংশ জমিতে ফুলকপির চাষ করেছি। এ পর্যন্ত জমি তৈরি, সার, কিটনাশক, সেচ ও অন্যান্য খাতে ব্যয় হয়েছে প্রায় ২৫ হাজার টাকা। ইতিমধ্যে তিনি ৬০ হাজার টাকার ফুলকপি বিক্রি করেছেন। ক্ষেতের অবশিষ্ট কপি বিক্রি করে আরো প্রায় ১০ হাজার টাকা আসবে বলে তিনি জানান।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor