Sunday, February 1, 2009

উলিপুরে ইউরিয়া সার উদ্ধার

০১.০২.০৯
ডেসটিনি ।। কুড়িগ্রাম প্রতিনিধি

গত বৃহস্পতিবার রাত ৮টায় কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর বাজার থেকে ৮৪ বস্তা ইউরিয়া সার উলিপুর ও চিলমারী উপজেলার সার মনিটরিংয়ের দায়িত্বে নিয়োজিত ম্যাজিস্ট্রেট নাসের উদ্দীন উদ্ধার করেন। জানা গেছে, দুর্গাপুর বাজারের ব্যবসায়ী দারোগা (৪০) ও সৈয়দ আলী (৫২) ডিলারদের কাছ থেকে সার সংগ্রহ করে তা কৃষকদের মাঝে খুচরা হিসেবে চড়া দামে বিক্রি করে।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor