Saturday, February 14, 2009

অবশেষে কৃষিমন্ত্রীর নির্দেশে সার পাচ্ছেন সুনামগঞ্জের কৃষক

১৫.০২.০৯
সমকাল ।। সুনামগঞ্জ প্রতিনিধি

‘কেউ কেউ চেয়ারম্যান সাবরে লইয়া আইয়া সার লইয়া যায়গি’ : সুনামগঞ্জে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও সার পাচ্ছেন না কৃষক’ শিরোনামে শুত্রক্রবার সমকালে সংবাদ প্রকাশের পর শনিবার পত্রিকার উ™ব্দৃতি দিয়ে কৃষিমšúী বেগম মতিয়া চৌধুরী ও কৃষি সচিব জেলা প্রশাসক ফরিদ আহমদ ভূঁইয়ার সঙ্গে কথা বলেন এবং ফেঞ্চুগঞ্জ ও আশুগঞ্জ সার কারখানা থেকে ৭১০ মেট্রিক টন সার সুনামগঞ্জের উদ্দেশে পাঠিয়ে দেন।
জেলা প্রশাসক ফরিদ আহমদ ভূঁইয়া জানান, মšúী সকালে তাকে ফোন করে পত্রিকায় প্রকাশিত সংবাদের কথা উল্কেèখ করে সারের বিষয়ে খোঁজ নেন এবং ফেঞ্চুগঞ্জ ও আশুগঞ্জ সার কারখানা থেকে ৭১০ মেট্রিক টন সার পাঠানোর ব্যবস্ট’া করে দেন। পাশাপাশি কৃষিমšúী প্রতিদিন ৭০০ মেট্রিক টন করে সার আজ থেকে তিনদিন সুনামগঞ্জে পাঠানোর ব্যবস্ট’া করে দিয়েছেন বলে জানান জেলা প্রশাসক।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor