Tuesday, February 10, 2009

বেগমগঞ্জে ভেজাল সারের রমরমা ব্যবসা

১১.০২.০৯
ডেসটিনি ।। বেগমগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বর্তমানে খোলাবাজারে সার না থাকায় প্রত্যন্ত গ্রামাঞ্চলে সারের সংকট প্রকট। এ সুযোগকে কাজে লাগিয়ে একশ্রেণীর অসাধু ব্যবসায়ী ভেজাল সারের রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ অঞ্চলে চলছে বোরো মৌসুম। যার কারণে এখন সারের চাহিদা বেশি। এ সুযোগে সার ব্যবসায়ীরা আসল সারের পাশাপাশি কৃষকদের ভেজাল সার ধরিয়ে দিচ্ছে। এদিকে অনেক সময় কৃষকরা প্রকৃত মূল্যে সার পায় না। সরকার সারে ভর্তুকি দেয়ার পরও এখানকার সার ডিলার ও ব্যবসায়ীরা বেশি দামে বিক্রি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে বেগমগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা অঞ্জন কুমারের সঙ্গে আলাপ করলে তিনি বলেন, ভেজাল সার বিক্রি প্রতিরোধে আমরা মাঝে মধ্যে অভিযান চালাই। আর বেশি দামে বিক্রির সুনির্দিষ্ট অভিযোগ পেলে ওই ডিলার বা ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor