Saturday, November 1, 2008

জলাবদ্বতা : গোয়ালন্দে আমন ও মাছ চাষ ব্যাহত

০১.১১.০৮
সমকাল ।। সিরাজুল ইসলাম

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পশ্চিম উজানচর এলাকার একটি খাল ভরাট করে সেখানে দোকানপাট নির্মাণ করেছে প্রভাবশালীরা। ফলে বল্পব্দ হয়ে গেছে ওই খালের পানিপ্রবাহ। সৃ®িদ্ব হয়েছে জলাব™ব্দতা। যার দরুন ওই এলাকার প্রায় দুই শ’ বিঘা জমিতে রোপা আমন চাষ ও ৩৫-৪০টি পুকুরে মাছ চাষ মারাͧকভাবে ব্যাহত হচ্ছে। লাখ লাখ টাকার ক্ষতির সল্ফ§ুখীন হচ্ছেন ওই এলাকার কৃষকরা। জলাব™ব্দতা নিরসনে এলাকাবাসী গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন। এলাকাবাসী জানান, পশ্চিম উজানচর রিয়াজউদ্দিনপাড়া ঈদগাহ মাঠ স¤ক্স্রসারণের নামে ২০০৫ সালে স্ট’ানীয় মহিলা ইউপি সদস্য সেলিনা আক্তার ওই খালটির একাংশ ভরাট করেন। ঈদগাহ মাঠের জন্য সরকারি বরাদ্দের ৪ মেট্রিক টন চালের অর্থ দিয়ে ভরাট করা ওই খালের ওপর সেলিনার স্ট^ামী সুলতান মৃধা ও তার ছোট ভাই লাভলু মৃধা ৫টি টিনের দোকান ঘর নির্মাণ করেন। এতে খালের পানিপ্রবাহ বল্পব্দ হয়ে জলাব™ব্দতার সৃ®িদ্ব হয়। ফলে প্রতি বছর দিরাজ মৃধাডাঙ্গা, রিয়াজউদ্দিনপাড়া ও ছবদুল খালপাড়া গ্রামের প্রায় ২০০ বিঘা জমির রোপা আমন ধান তলিয়ে যায়। ভেসে যায় ৩৫-৪০টি পুকুরের মাছ। একই কারণে ওই এলাকার কাতলমারী বিলটি পানিশহৃন্য হয়ে পড়ে। ফলে কৃষকরা পাট জাগ দিতে পারে না। পানি কমে যাওয়ায় বিলটিতে মাছের বিচরণ ব্যাহত হচ্ছে। প্রায় বল্পব্দ হয়ে গেছে সেচ কাজ। এ সমস্যা সমাধানের দাবিতে ভুক্তভোগীরা স¤ক্স্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছেন। মৃধাডাঙ্গা গ্রামের ইসকান্দার আলী, সালাউদ্দিন মৃধা, মোসলেম উদ্দিন, সাইফুল ইসলাম, ইমান আলী খান, শাহাদত হোসেন প্রমুখ অভিযোগ করেন, স্ট’ানীয় ইউপি মহিলা সদস্য সেলিনা আক্তারের স্ট^ামী সুলতান মৃধা তাদের ব্যক্তিস্ট^ার্থে সরকারি টাকায় ঈদগাহ মাঠ স¤ক্স্রসারণের নামে খালটি বল্পব্দ করে দিয়েছেন। সুলতান ও তার ভাই লাভলু মৃধা ভরাট করা জায়গায় ৫টি টিনের দোকান ঘর নির্মাণ করে ভাড়া দিয়েছেন। এ কারণে সৃ®দ্ব জলাব™ব্দতায় ওই এলাকায় রোপা আমন ধান ও মাছ চাষ ব্যাহত হচ্ছে। এ ব্যাপারে ইউপি সদস্য সেলিনা আক্তার ও তার স্ট^ামী সুলতান মৃধার সঙ্গে যোগাযোগের চে®দ্বা করা হলে তাদের সেলফোন বল্পব্দ পাওয়া যায়। সুলতানের ভাই আইয়ুব ও লাভলু মৃধা জানান, খালের বিভিল্পু অংশে লোকজন পাড় বেঁধে মাছ চাষ ও ঘরবাড়ি নির্মাণ করায় খালের পানিপ্রবাহ আগেই বল্পব্দ হয়ে যায়। তবে সরকারি টাকায় ঈদগাহ মাঠ স¤ক্স্রসারণের জন্য খালের একাংশ ভরাট করা এবং সেখানে দোকানপাট তৈরি করার বিষয়টি তারা স্ট^ীকার করেন। দোকান ভাড়ার কিছু টাকা ঈদগাহ মাঠের উল্পুয়নে ব্যয় করা হবে বলে তারা জানান। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম লতিফ জানান, জলাব™ব্দতার বিষয়ে অভিযোগ পাওয়ার পর মৎস্য অফিসের এক কর্মকর্তাকে সেখানে পাঠানো হলে অভিযুক্তরা উল্কেল্টা ওই কর্মকর্তাকে অপমান করে। সরকারি অর্থে খাল ভরাট করে দোকান নির্মাণের বিষয়টি তার জানা নেই। এ বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্ট’া নেওয়ার আশ^াস দেন তিনি।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor