Friday, November 21, 2008

আলু মৌসুমের শুরুতেই মুন্সীগঞ্জে সারের মহৃল্য বস্তা প্রতি ৫ শ’ টাকা বৃদ্ধি

১৯.১১.০৮
যায়যায়দিন ।। মুন্সীগঞ্জ প্রতিনিধি

আলুর মৌসুম শুরু হতে না হতেই মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে এক রাতের ব্যবধানে সারের মহৃল্য বস্টøাপ্রতি ৫০০ টাকা বেড়ে গেছে। মঙ্গলবার মুন্সীরহাটে আগের দিনের তুলনায় প্রতি বস্টøা সার ৫০০ টাকা বেশি মহৃল্যে বিত্রিক্র হয়। ফলে অনেক কৃষকই সার না কিনে বাড়ি ফিরে যান।
জানা যায়, সোমবার টিএসপি ২ হাজার ৯৮০ থেকে ৩ হাজার টাকায় বিত্রিক্র হলেও মঙ্গলবার সেই সার ৩ হাজার ৫০০ টাকা এবং এমওপি ২ হাজার ১০০ টাকা থেকে বেড়ে ২ হাজার ৫০০ টাকা করে বিত্রিক্র করা হয়েছে। চরাঞ্চলের হোগলাকান্দির আবদুল হালিম, টরকীর রহমতউল্কèাহ, বকচর গ্রামের সোবহান খাঁ সোমবারের তুলনায় মঙ্গলবার বেশি মহৃল্যে টিএসপি এবং এমওপি সার কিনেছেন।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor