Tuesday, November 4, 2008

মঠবাড়িয়ায় মৎস্য চাষিদের মাঝে অর্থ বিতরণ

০৫.১১.০৮
ডেসটিনি ।। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

ওয়ার্ল্ড ফিস সেন্টার বাংলাদেশে ও ডাক দিয়ে যাই এর সহযোগিতায় পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বড় মাছুয়া ও টিকিকাটা ইউনিয়নে সিডরে ক্ষতিগ্রস্ত ৩৬৫ জন মৎস্য চাষিকে পুকুরে সংস্কারের জন্য সহায়তা হিসেবে ২ লাখ ১৫ হাজার ৮২৯ টাকা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহ আলম। ডাক দিয়ে যাই আঞ্চলিক ব্যবস্থাপক ইউনুসুর রহমান, ওয়ার্ল্ড ফিস সেন্টারের প্রতিনিধি মো. জাহাঙ্গির আলম, ডাক দিয়ে যাই শাখা ব্যবস্থাপক আলম হাওলাদার, কামরুজ্জামান, ইউপি সদস্য বিমল শিকদার, ইউপি সচিব হেমায়েতসহ প্রমুখ।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor