Sunday, November 16, 2008

ফটে ফিচার ।। সংগ্রাম


১৬.১১.০৮


পালিত হলো জাতীয় কৃষি দিবস। সরকারিভাবে দিনটি উদযাপন করা হচ্ছে সারাদেশে। দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন স্থানে আনন্দ র‌্যালি, আলোচনা সভা, সেমিনারসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিন্তু গ্রামের হতদরিদ্র কৃষকরা কি জানে এসব অনুষ্ঠানের মর্মার্থ? কৃষি সমৃদ্ধি বয়ে আনলেও এ দেশে কৃষকদের ভাগ্য এখনো বদলায়নি। গ্রামে এমন অনেক কৃষক আছে যাদের নিজস্ব জমি নেই। অন্যের জমিতে ভাগে ফসল ফলায়। জমি চাষ করার মতো গরু তাদের নেই। এখনো তারা কোদাল দিয়ে মাটি কুপিয়ে বীজ বোনে। হাতে টেনে জমিতে মই দেয়। যেখানে শিশু-ছেলেকে কৃষক আর মাকে গরুর ভূমিকা পালন করতে হয়, সেখানে তাদের সমৃদ্ধি কতোটুকু তা বলার অপেক্ষা রাখে না। নরসিংদীর বেলাব উপজেলার হোসেননগর এলাকা থেকে ছবিটি তুলেছেন আমজাদ হোসেন

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor