
১৮.১১.০৮
যায়যায়দিন ।। শাহ নেওয়াজ
নানা আয়োজন ও অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৫ নভেম্বর প্রথমবারের মতো পালিত হলো জাতীয় কৃষি দিবস। কৃষকের ভাগ্যোন্নয়নে প্রতি বছর সরকারি ও বেসরকারি সংস্থা বিভিন্ন কর্মসূচি পালন করে। কিন্তু কৃষকের ভাগ্যের উন্নয়ন ঘটে না। কৃষিতে সরকারি ভর্তুকি দেয়া হলেও কৃষকরা তা পায় না। এরপরও বসে থাকেন না আমাদের কৃষক। মাটির কঠিন বুকে সোনার ফসল ফলান তারা। প্রতিদিন নতুন উদ্যম নিয়ে তার মাঠে যান... ছবিটি খুলনার ডুমুরিয়ার আঙ্গারদহ গ্রাম থেকে তোলা।
No comments:
Post a Comment