Friday, November 21, 2008

উদ্যম


১৮.১১.০৮
যায়যায়দিন ।। শাহ নেওয়াজ

নানা আয়োজন ও অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৫ নভেম্বর প্রথমবারের মতো পালিত হলো জাতীয় কৃষি দিবস। কৃষকের ভাগ্যোন্নয়নে প্রতি বছর সরকারি ও বেসরকারি সংস্থা বিভিন্ন কর্মসূচি পালন করে। কিন্তু কৃষকের ভাগ্যের উন্নয়ন ঘটে না। কৃষিতে সরকারি ভর্তুকি দেয়া হলেও কৃষকরা তা পায় না। এরপরও বসে থাকেন না আমাদের কৃষক। মাটির কঠিন বুকে সোনার ফসল ফলান তারা। প্রতিদিন নতুন উদ্যম নিয়ে তার মাঠে যান... ছবিটি খুলনার ডুমুরিয়ার আঙ্গারদহ গ্রাম থেকে তোলা।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor