Sunday, November 16, 2008

নারায়ণগঞ্জে ফসলি জমি অধিগ্রহণের প্রতিবাদে কৃষক বিক্ষোভ

১৫.১১.০৮
যায়যায়দিন ।। নারায়ণগঞ্জ সংবাদদাতা

নারায়ণগঞ্জের কাশীপুর ও গোপচর মৌজার ৬৫০ বিঘা ফসলি জমি সরকার অধিগ্রহণ করে নেয়ার খবরে ওই এলাকার ২০টি গ্রামের কয়েক হাজার কৃষক পরিবার বিক্ষোভ করেছে। গতকাল সকালে সরকারের অধিগ্রহণ থেকে কৃষি জমি রক্ষায় আয়োজিত প্রতিবাদ সমাবেশে ৫ হাজারেরও বেশি নারী-পুরুষ যোগ দেন। সমাবেশে বক্তারা জমি অধিগ্রহণ করা হলে কৃষকরা রাস্তায় নেমে আন্দোলন করবেন ঘোষণা দেন। জমি রক্ষায় ২১ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসক জানান, মন্ত্রণালয় থেকে জমি অধিগ্রহণের জন্য একটি চিঠি এসেছে। তবে তা একেবারেই প্রাথমিক অবস্থায় রয়েছে। এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। গতকাল সিরাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মোশাররফ হোসেন, রাজা মিয়া, আলিমুদ্দিন মেম্বার, ইউসুফ আলী, জয়নাল আবেদীন, নূর ইসলাম কলম, জুলমিয়া, আবদুল হাজী, রাজু সিকদার প্রমুখ।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor