Sunday, November 16, 2008

ঝিনাইদহে সার ডিলার নিয়োগ নাটকের অবসান

১৫.১১.০৮
ডেসটিনি ।। ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে বহুল আলোচিত সার ডিলার নিয়োগ নাটকের অবসান ঘটতে যাচ্ছে। কৃষি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি জেলা প্রশাসক ও জেলা কৃষি দপ্তরে পাঠানো হয়েছে। কৃষি সচিবের পক্ষে উপসচিব মো. শওকত আলীর পাঠানো চিঠিতে বলা হয়েছে ঝিনাইদহের খালি ১০টি ইউনিয়নে পুরনো ৭ জন ডিলার ও বাকি ৩টি ইউনিয়নে নতুন ডিলার নিয়োগের জন্য নির্দেশ দেয়া হয়েছে। এ নির্দেশ পাওয়ার পর জেলা প্রশাসনের দপ্তর ইতিমধ্যে কাজ শুরু করেছে বলে জানা গেছে। সূত্র মতে, কোটচাঁদপুর, কালীগঞ্জ ও হরিণাকুন্ডু উপজেলায় প্রয়োজনের চেয়ে সার ডিলার বেশি রয়েছে। অতিরিক্ত ডিলারদের মহেশপুর ও ঝিনাইদহের ৭টি ইউনিয়নে সমন্বয় করা হবে। এ ছাড়া শৈলকুপার বাকি ৩টি ইউনিয়নে নতুন করে সার ডিলার নিয়োগ দেয়া হবে। জানা গেছে, ঝিনাইদহে সার ডিলার নিয়োগ নিয়ে একটি মহল লাখ লাখ টাকার বাণিজ্য করেছে। এ নিয়ে পত্রিকায় তথ্যভিত্তিক সংবাদ প্রকাশিত হলে সরকারের একাধিক গোয়েন্দা বিভাগ ঘটনাটি তদন্ত করে সত্যতা পায়।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor