Friday, November 21, 2008

কপি চাষে বিপ্লব

১৯.১১.০৮
যায়যায়দিন ।। গোলাম মোস্তফা মেহেরপুর

আশির দশক থেকে মেহেরপুর জেলায় সবজি চাষের গোড়াপত্তন হলেও দীর্ঘ পথ পেরিয়ে একুশ শতকে এসে সবজি চাষের বিপ্লব ঘটে। বর্তমানে জেলার আবাদযোগ্য ১ লাখ ৩৯ হাজার ৩০০ একর জমির ৪০ ভাগ জমিতে সবজি চাষ হচ্ছে। এর ৬০ ভাগই কপি। জেলায় এখন অর্থকরী ফসল হিসেবে কপি চাষকে ধরা হয়। এর আগে জেলায় ব্যাপক হারে তামাক চাষ হতো। তামাক চাষে চাষীরা লাভবান হলেও জমির উর্বরা শক্তি দিন দিন কমে যাচ্ছে এমন বোধ জাগ্রত হওয়ায় তারা সবজি চাষের দিকে ঝুঁকে পড়ে।
মেহেরপুরের বিভিন্ন জায়গায় চোখে পড়বে মাঠের পর মাঠজুড়ে কপি ক্ষেত। এখানে এক বিঘা জমি থেকে নিম্নে ১৫ থেকে ৩৫/৪০ হাজার টাকার কপি উৎপাদিত হচ্ছে। মেহেরপুর জেলায় বছরে ৩০/৩৫ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের সবজি উৎপাদিত হচ্ছে, যার অধিকাংশ আসে কপি থেকে। আধুনিক চাষাবাদের কল্যাণে এ জেলার ২৫৩টি গ্রামের মানুষের ভাগ্য বদলে গেছে

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor