Friday, November 14, 2008

বেলাবতে ব্রি-২৮ ধানের বীজ সংকট

১৪.১১.০৮
ডেসটিনি ।। বেলাব (নরসিংদী) প্রতিনিধি

আসন্ন বোরো মওসুমে বেলাব উপজেলার সর্বত্র ব্রি-২৮ ধানের বীজের সংকট দেখা দিয়েছে। অন্যদিকে কালোবাজারে ওই বীজ চড়া দামে বিক্রি হচ্ছে। ফলে সংকটে পড়েছে স্থানীয় কৃষকরা। চড়ামূল্যে বীজ কেনার ফলে উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হবে। জানা গেছে, এ বছর এলাকার ডিলারদের মধ্যে বিনামূল্যে উল্লেখিত বীজ সরবরাহ না করে গোপনে কালোবাজারে বিক্রি করে দেয়ার ফলে উদ্ভূত পরিস্থিরিত সৃষ্টি হয়েছে। এলাকার বিভিন্ন বাজারে ওই বীজের বিভিন্ন কোম্পানির ১০ কেজি ওজনের প্যাকেট ৬২০ টাকা ও বিএডিসির অনুরূপ ওজনের প্যাকেট এখন ৪২০-৪৩০ টাকায় বিক্রি হচ্ছে। এ ব্যাপারে বেলাব উপজেলা কৃষি কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বলেন, বিএডিসি কর্তৃক কালোবাজারে বীজ বিক্রির ঘটনাটি স্বীকার এবং এর জন্য সংকটের সৃষ্টি বলে উল্লেখ করেন।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor