Wednesday, November 12, 2008

ভান্ডারিয়ায় আমন ক্ষেতে পাতা মোড়া রোগ দিশেহারা কৃষক

১১.১১.০৮
ইত্তেফাক ।। ভাণ্ডারিয়া সংবাদদাতা ।।

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় উপজেলা ও ঝালকাঠীর রাজাপুর-কাঠালিয়াসহ বিভিন্ন এলাকায় আমন ক্ষেতে লেদা পোকার আক্রমণে পাতা-মোড়া রোগ দেখা দিয়েছে। এতে আমন ফসলের উৎপাদন মারাত“কভাবে ব্যাহত হবে। ভাণ্ডারিয়া উপজেলায় প্রায় চার হাজার একর জমির আমন ফসল এ রোগে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। তবে সরকারিভাবে আড়াই হাজার একর জমিতে এ রোগ আক্রান্ত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও অতিবৃষ্টির কারণে লেদা পোকার কারণে পাতা-মোড়া রোগের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় কৃষি বিভাগসূত্রে জানা গেছে। এ বছর ভাণ্ডারিয়া উপজেলার ৮ হাজার ২৫ হেক্টর জমিতে আমন ফসলের চাষ করা হয়। পোকার আক্রমণে কৃষকেরা দিশেহারা হয়ে পড়ছে। এ ব্যাপারে স্থানীয় কৃষি অফিস জানিয়েছে, কৃষকরা ক্ষেতে ডাল পুতে ও কীটনাশক ওষুধ ব্যবহার করে প্রায় ১ হাজার একর জমির পোকা দমন করেছে।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor