Friday, November 28, 2008

নোয়াখালীতে ৫ সার ব্যবসায়ীর ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত

২৩.১১.০৮
ডেসটিনি ।। নোয়াখালী অফিস

নোয়াখালী জেলা সার ও বীজ মনিটরিং কমিটি বিভিন্ন অনিয়মের অভিযোগে সদর ও হাতিয়া উপজেলার ৫ জনের সারের ডিলারশিপ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়। নোয়াখালী জেলা সার ও বীজ মনিটরিং কমিটির ৩০ অক্টোবর অনুষ্ঠিত সভায় ২নং আলোচনায় সদর উপজেলার মেসার্স খান অ্যান্ড সন্স ও মেসার্স জয়নাল আবেদীন ইউনিয়নের সমন্বয় হতে ইচ্ছুক না থাকায় উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সুপারিশের প্রেক্ষিতে এবং সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত পদ্ধতি ’০৮-এর ১-২ বিধি মোতাবেক তাদের ডিলারশিপ বাতিলযোগ্য বিধায় ওই ২ ডিলারের ডিলারশিপ বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করে।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor