Thursday, September 18, 2008

রিকশাচালকদের কৃষি উৎপাদনে নিয়োজিত করুন

১৯.০৯.০৮

চিঠিপত্র
রিকশাচালকদের কৃষি উৎপাদনে নিয়োজিত করুন

কৃষি আমাদের অর্থনীতির একটি অবিচ্ছেদ্য অংশ। তাই আমদানির ওপর নির্ভরশীলতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়াতে হবে। আমাদের দেশে জনসংখ্যা বেশি, যে কারণে শ্রমজীবী মানুষও বেশি। কৃষিজীবীদের অনেকেই এখন রিকশাচালক। দেশের বিভাগীয় শহরগুলোতে খালি পতিত জায়াগায় গড়ে উঠেছে বস্তি। রিকশাঅলারা এইসব বস্তিতে নোংরা পরিবেশে বসবাস করছে। রিকশাচালকদের বেশিরভাগই রংপুর, শেরপুর, জামালপুর ও বরিশাল জেলার অধিবাসী। রিকশা চালনাকে পেশা হিসেবে নেবার পিছনে অনেক কারণ। এ অঞ্চলের লোক অনেক কর্মঠ। অথচ বছরের অর্ধেক সময় এদের কাজ থাকে না বলে অলস সময় কাটায়। তাই এরা শহরে রিকশা চালাতে আসে। ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট ও দিনাজপুরে এখনও অনাবাদি অনেক জমি রয়েছে।।সেখানে পরিকল্পিতভাবে এদের পুনর্বাসন করে চাষাবাদকর্মে নিয়োজিত করা যেতে পারে। চায়না, ভারত ও বার্মা থেকে ধান, পেঁয়াজ, আদা বীজ সংগ্রহ করে উৎপাদন করলে দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা সম্ভব। বন্যা আমাদের ফসলের জন্য ক্ষতিকর। তাই এদেশের সকল নদ-নদী খনন করে গ্রামগুলো উঁচু করলে একদিকে নদীর নাব্যতা বৃদ্ধি পাবে, বর্ষায় অনেক পানি ধরে রাখতে পারবে, অন্যদিকে গ্রামগুলোও বন্যার কবল থেকে রক্ষা পাবে, নষ্ট হবে না আমাদের ফসল, ঘরবাড়ি, হাঁস- মুরগি, গরু-ছাগল এবং রাস্তাঘাট। কর্মমুখী হয়ে উঠবে আমাদের গ্রামের কর্মঠ মানুষগুলো। নির্ভর করতে হবে না শহরের রিকশা চালনার ওপর।

মো. মিজানুর রহমান, ৮ ডিআইটি এক্সটেশন অ্যাভিনিউ, পূর্ব মঞ্জুরী ভবন, মতিঝিল বা/এ, ঢাকা ১০০০।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor