Wednesday, September 17, 2008

কৃষক

১৯.০৯.০৮
।।যায়যায়দিন।। দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা

দেওয়ানগঞ্জে সাম্প্রতিক বন্যায় আমন ধানের চারা নষ্ট হয়ে গেছে। বন্যার পানি নেমে যাওয়ার পর কৃষকের মাঝে দেখা দিয়েছে বীজ ও অর্থ সঙ্কট। কৃষকরা বাস, ট্রেনে করে দূরদূরান্ত থেকে বেশি মূল্যে চারা ধান সংগ্রহ করছেন। বাজারে এক বিঘা জমির ধানের চারা বিক্রি হচ্ছে ৩ হাজার ৫০০ টাকায়। অথচ বন্যার আগে এর দাম ছিল ৮০০ থেকে ১ হাজার টাকা। দেওয়ানগঞ্জের ৪ হাজার ১৭০ হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। বন্যা-পরবর্তী দুর্দিনে কোনো সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বীজ নিয়ে তাদের পাশে দাঁড়াচ্ছে না বলে কৃষকরা অভিযোগ করেন।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor