Wednesday, September 24, 2008

নড়াইলে সারের দাবিতে কৃষকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ

২৫.০৯.০৮
ইত্তেফাক ।। নড়াইল সংবাদদাতা ।।

মঙ্গলবার সদর উপজেলার তুলারামপুর বাজারের কাছে সারের দাবিতে কৃষকরা নড়াইল-যশোর সড়ক দেড় ঘন্টা অবরোধ করে রাখে। এ সময় বিক্ষুব্ধ কৃষকরা রাস্তার উপর শুয়ে, বসে এবং কাঁচি ও বস্তা উঁচু করে বিক্ষোভ প্রদর্শন করে। জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা বিপ্লব কুমার সাহা ও স্থানীয় উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহবুব রহমানের অপসারণের দাবিতে তারা শ্লোগান দেয়।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor