Monday, September 15, 2008

হবিগঞ্জে নকল সার কারখানা : ৫ হাজার বস্টøা ভেজাল সার আটক

১৬.০৯.০৮
।।সমকাল।। হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলা বাজারে নকল ইউরিয়া সার তৈরির কারখানা আবিষ্ফ‹ার করেছে বিডিআর ও পুলিশ। সোমবার সকাল থেকে সল্পব্দ্যা পর্যšø উপজেলার বিভিল্পু গোডাউনে অভিযান চালিয়ে উ™ব্দার করা হয় বিপুল পরিমাণ ভেজাল সার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ নহৃরুল বাসিরের নেতৃÍে^ অভিযানকালে স্ট’ানীয় সারের ডিলার জালালখানের ৩টি গোডাউন থেকে ৫ হাজার বস্টøা ভেজাল ইউরিয়া সার ও সার তৈরির বিভিল্পু যšúপাতি উ™ব্দার করা হয়। অভিযানের খবর পেয়ে নকল সার কারখানার মালিক ও কর্মচারীরা আͧগোপন করে। এ রিপোর্ট লেখা পর্যšø (সল্পব্দ্যা সাড়ে ৭টা) বিডিআর টাস্ট‹ফোর্স সদস্যরা ভেজাল সারগুলোর সিজার লি¯েদ্বর কাজ করছিল। রাতে আরো কয়েকটি স্ট’ানে অভিযান পরিচালিত হতে পারে বলে জানা গেছে। সিজার লি¯দ্ব তৈরির পর ভেজাল সারগুলো ধ্বংস করে ফেলা হবে বলে জানা গেছে। নকল সার কারখানার মালিক ও কর্মচারীদের অচিরেই গ্রেফতার করা হবে।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor