Monday, September 22, 2008

রাজিবপুরে আমন চারা সংকট

২২.০৯.০৮
ডেসটিনি ।। রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রাজিবপুর ও রৌমারী উপজেলায় আমন চারা সংকটের কারণে প্রায় ৩ হাজার হেক্টর জমির রোপা আমন চাষ অনিশ্চিত হয়ে পড়েছে। কৃষকেরা বিভিন্ন স্থানে ঘুরেও চারা সংগ্রহ করতে হিমশিম খাচ্ছে। সরেজমিন দুই উপজেলার রাজিবপুর, কোদালকাটি, মোহনগঞ্জ, যাদরচর, বন্দরের, শৌলমারী, বৌমারী ইউনিয়নে ঘুরে দেখা যায়, রোপা আমনের জমি থেকে পানি নেমে গেছে। তবে বন্যার পানি দীর্ঘস্থায়ী হওয়ায় ধানের চারা পচে গেছে। পাশাপাশি বীজতলাও নষ্ট হয়ে গেছে। এ কারণে চারার তীব্র সংকট দেখা দিয়েছে। জানা যায়, বন্যায় দুই উপজেলায় প্রায় ৫ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানি নেমে গেলেও ধানের চারার ওপর মাটি পড়ে একাকার হয়েছে। কোদালকাটির কৃষক শাহ আলম জানান, ধানের চারা নষ্ট হওয়ার পর পার্শ্ববর্তী হাট থেকে ৪ হাজার টাকার চারা কিনেছি তা দিয়ে ১ একর জমির চারা লাগান যাবে। যাদুরচরের কৃষক মন্টু মিয়া জানান, ভোর রাতে সেহেরি খেয়ে চারার খোঁজে বেরিয়েছিলাম। কিন্তু চারা সংগ্রহ করতে পারিনি। বন্দরের কৃষক ওমেদ আলী জানান, চারা না পেলে তার ৫ একর জমি খালি পড়ে থাকবে। রাজিবপুর কৃষি কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা প্রস্তুত করে ঊর্ধ্বতন দফতরে প্রেরণ করা হয়েছে। তবে অত্র উপজেলার কৃষকের অভিমত সরকার ক্ষতিগ্রস্তদের সঠিক সময়ে আমন বীজ সরবরাহ করতে না পারায় অসময়ে আমন চারা রোপণ করা সম্ভব হবেন না।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor