Thursday, September 18, 2008

কলারোয়ায় পাচারকালে সার আটক ।। গ্রেফতার ১

১৯.০৯.০৮
।।ইত্তেফাক।। কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা

বৃহস্পতিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে ভারতে পাচারকালে ১শ’ ৪০ বস্তা ইউরিয়া সার আটকসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে। পুলিশ জানায়, ভারতে পাচারের প্রস্তুতিকালে উপজেলার খোরদো ঘাটের নিকট থেকে ১শ’ ৪০ বস্তা ইউরিয়া সার আটক করে। সার পাচারের অভিযোগে পুলিশ দলুইপুর গ্রামের আব্দুল মাজেদকে (৪৫) গ্রেফতার করে। এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor