Wednesday, September 17, 2008

বিএমডিএ ২০ লাখ তাল ও খেজুর বীজ রোপণ করবে উত্তরাঞ্চলে

১৭.০৯.০৮
।।যায়যায়দিন।। রাজশাহী অফিস
বনায়ন কর্মসূচির আওতায় উত্তরাঞ্চলের ১৬ জেলায় বরেন্দ্র উন্নয় কর্তৃপক্ষ (বিএমডিএ) প্রায় ২০ লাখ তাল বীজ ও খেজুর বীজ রোপণ করবে। এর মধ্যে তাল বীজ ১০ লাখ ও খেজুর বীজ ১০ লাখ। এরই মধ্যে শুরু হয়ে গেছে তাল বীজ রোপণের কর্মসূচি। বিএমডিএ চলতি বছরে ১০ লাখ ১৭ হাজার ৫০০টি বনজ এবং ৬ লাখ ৩৭ হাজার ফলদ চারা রোপণের পর তাল বীজ ও খেজুর বীজ রোপণের কর্মসূচি শুরু করলো।
সোমবার পুঠিয়ার মাইপাড়া নামক স্থানে রাজশাহী-নাটোর মহাসড়কের পাশে তাল বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার হাফিজুর রহমান ভূঁইয়া। বিএমডিএর নির্বাহী পরিচালক আবদুল মান্নানের সভাপতিত্বে ও প্রকল্প পরিচালক আবদুল লতিফের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক শেফাউল করিম, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী আনোয়ার হোসেন, বিএমডিএ রাজশাহী জোনের নির্বাহী প্রকৌশলী নাজিরুল ইসলাম, পুঠিয়ার সহকারী প্রকৌশলী সেলিম রেজা।
বিএমডিএ সূত্র জানায়, এ বছর উত্তরাঞ্চলের ১৬টি জেলায় বিভিন্ন রাস্তার দু’ধারে ৯ লাখ ৯২ হাজার তাল বীজ রোপণ করা হবে।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor