Wednesday, September 24, 2008

বকশীগঞ্জে ৫ টন ভেজাল সার আটক

২৪.০৯.০৮
ডেসটিনি ।।

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বকশীগঞ্জে পুলিশ ৫ টন ভেজাল টিএসপি সার আটক করলেও রহস্যজনক কারণে আটকের ৩ দিন পরও কোনো মামলা হয়নি।
জানা গেছে, বকশীগঞ্জ থানাপুলিশ গত বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নিশাক্ষিয়া ইউনিয়নের মাঞ্জালিয়া গ্রামের মনির হোসেনের বাড়ি থেকে ৫ টন ভেজাল টিএসপি সার আটক করে। আটকের ৩ দিন পরও কেন মামলা হয়নি এ ব্যাপারে আটককারী এসআই হযরত আলী জানান, কৃষি অফিসকে বিষয়টি অবিহত করেছি; কিন্তু কৃষি অফিস থেকে কোনো প্রকার মতামত না দেয়ায় কোনো মামলা হয়নি। তবে থানায় একটি জিডি হয়েছে।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor