Saturday, September 20, 2008

ঠাকুরগাঁওয়ে কৃষি শ্রমিকদের আগাম শ্রম বিক্রি

২০.০৯.০৮
।।যায়যায়দিন।। ঠাকুরগাঁও প্রতিনিধি
বেকার কৃষি শ্রমিকরা বাধ্য হচ্ছে আগাম শ্রম বিক্রি করতে। জমি মালিকরা তুলনামূলক শস্তায় দারিদ্র্যপীড়িত শ্রমিকদের অগ্রিম শ্রম কিনে রাখছে অভাবের সুযোগ নিয়ে। এদিকে সরকারি বরাদ্দের ১০০ দিনের কাজের নিশ্চয়তা দিয়ে কাজের বিনিময়ে খাদ্য এবং দুস্থ মহিলাদের মধ্যে চাল বিতরণের জেলা প্রশাসকের কার্যক্রম শুরু হলেও জেলায় ঘরে ঘরে খাদ্যাভাব তেমনি রয়েছে। হাজার হাজার নারী-পুরুষ পৌরসভা ও ইউনিয়ন পরিষদগুলোতে কাজ ও চালের আশায় ভিড় করলেও চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় অধিকাংশকেই খালি হাতে ফিরতে হচ্ছে। একমাত্র রিকশা-ভ্যান চালানো ছাড়া এ জেলায় শ্রমিকদের আর কোনো কাজ নেই। তাই বেশিরভাগ ক্ষেত্রেই দিনমজুররা এ সময় চড়া মহাজনি সুদে ঋণ নিয়ে থাকে। কয়েক বছর থেকে জেলার গ্রামগুলোতে মহাজনি সুদের ব্যবসার নতুন ফর্ম দেখা যাচ্ছে আগাম শ্রম কেনাবেচার মধ্য দিয়ে। ভরা মৌসুমে মজুরদের চাহিদা বেড়ে যাওয়ায় অবস্থাপন্ন কৃষকরা এ মঙ্গার মৌসুমেই শ্রমিকদের বেঁধে রাখে অগ্রিম অর্থ দিয়ে। বিঘাভিত্তিক চুক্তিতে ধান কাটা-মাড়ার সময় একজন কৃষি মজুরের যেখানে প্রতিদিন ২০০ থেকে ৩০০ টাকা আয় হওয়ার কথা অভাবের তাড়নায় তারা সেটা বিক্রি করে ৮০ থেকে ১০০ টাকায়।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor