ডেসটিনি ।। শেরপুর (বগুড়া) প্রতিনিধি
চলতি বোরো মৌসুমের শুরুতেই বগুড়ার শেরপুরে নিম্নমানের ভেজাল সারে বাজার সয়লাব হয়ে পড়েছে। প্রতিদিন বানের পানির মতো ঢুকছে নিম্নমানের রকমারি ভেজাল সার। কতিপয় সার ব্যবসায়ী এসব ভেজাল সার উপজেলার গ্রামে গ্রামে ছড়িয়ে দিচ্ছে আর দেদারছে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। এদিকে এসব সারের কম দাম হওয়ায় অনেক কৃষকও তা মানসম্পন্ন সার মনে করেই হুমড়ি খেয়ে কিনতে দেখা গেছে। এমনকি না জেনে এসব ভেজাল সার দিয়েই তারা জমি প্রস্তুত ও বোরো লাগাচ্ছেন। ফলে ভেজাল সার ব্যবহার করায় এ বছর বোরো ফলনে মারাত্মক বিপর্যয় ঘটতে পারেÑ এমনই আশঙ্কা করছে স্বয়ং খোদ কৃষি বিভাগ, স্থানীয় একাধিক সার ব্যবসায়ী ও অভিজ্ঞ চাষীরা। তবে ভেজাল ও নিম্নমানের সার প্রতিরোধে প্রশাসন এখনো কোনো কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছে না বলে অভিযোগ রয়েছে।
গত মঙ্গলবার শেরপুর শহর ও আশপাশের কয়েকটি এলাকায় সরেজমিন ঘুরে জানা যায়, এ উপজেলায় বিসিআইসির অনুমোদনপ্রাপ্ত ১০ জন ডিলার ছাড়াও অন্তত ছোট-বড় প্রায় ৫০ থেকে ৬০ জন সার ব্যবসায়ী রয়েছেন। সার ব্যবসায়ীদের মধ্যে হাতে গোনা দুই-একজন বাদে প্রায় প্রত্যেকের কাছেই কম-বেশি নিম্নমানের ভেজাল সার রয়েছে বলে কৃষকরা জানান।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় বারোদুয়ারি হাটের একজন ডিলার জানান, প্রতিদিন চারদিকে থেকে মিনি ট্রাক, ভটভটিসহ একাধিক যানবাহনযোগে রাত-দিন বস্তায় বস্তায় ভারতীয় নানারকম ভেজাল সার শেরপুর শহরে প্রবেশ করছে। পরে সেসব সার গুদামজাত করে সুযোগ বুঝে শেরপুরসহ পার্শ্ববর্তী ধুনট, কাজীপুর, নন্দীগ্রাম, রায়গঞ্জ, তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকার ছোট-বড় ও খুচরা ব্যবসায়ীর কাছে পাঠানো হচ্ছে। তিনি আরো জানান, বর্তমান বাজারে প্রতি বস্তা ইউরিয়া ৫৮৫ টাকা, টিএসপি ২ হাজার টাকা, এমওপি ১ হাজার ৭৫০ টাকা, ড্যাপ ২ হাজার ২৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। অথচ ভারতীয় ভেজাল টিএসপি ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮২০ টাকা, পটাশ ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
উপজেলার তালতা গ্রামের কৃষক আবু সাঈদ, সাধুবাড়ী গ্রামের শহিদুল ইসলাম, ভাদরার ইছানুর রহমানসহ একাধিক কৃষক জানান, এসব ভেজাল সারের কম দাম হওয়ায় কৃষকরা এসব ভেজাল সারই বেশি কিনছেন। আর সার ব্যবসায়ীরাও ভেজাল সারকে ভালো সার বলেই বিক্রি করছে বলে তারা জানান।
উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা আবদুর রহিম জানিয়েছেন, এ উপজেলায় ভেজাল সার বিক্রির কোনো তথ্য তাদের জানা নেই। কোনো ব্যবসায়ী ভেজাল সার বিক্রি করছেÑ এমন তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তবে ভেজাল সার জমিতে ব্যবহার করলে ফসলের উৎপাদন কমে যাবে বলে তিনি স্বীকার করেন।
Thursday, January 29, 2009
Subscribe to:
Post Comments (Atom)
About Me
- Participatory Research & Action Network- PRAN
- প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।
Krishi Khobor
-
▼
2009
(122)
-
▼
January
(31)
- উত্তরাঞ্চলে সেচ সংকটে ফসলের ফলন বিপর্যয়ের আশঙ্কা
- অ®দ্বগ্রামে সারের দাবিতে ইউএনও অফিসে ধরনা শত শত কৃ...
- ‘হামার আবাদ বুঝি শ্যাষ হয়া যায়’
- ঠাকুরগাঁওয়ে আলুর ফলনে বিপর্যয়ের আশঙ্কা
- বেড়ায় আড়াই হাজার মেট্রিক টন নিম্নমানের টিএসপি সার আটক
- এবার ইরি-বোরো ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা
- ঘন কুয়াশায় শেরপুরে অধিকাংশ আলু ক্ষেতের ব্যাপক ক্ষতি
- বন্দর ও কৃষি বিভাগ খালাসের অনুমতি দেয়নি ১০ কোটি টা...
- জ্বালানি তেল সারের দাম কমায় উৎফুল্ল কৃষক এখন উদ্বিগ্ন
- সার সংকট নিরসনে আশার আলো
- বাজিতপুরে সেচপাম্প থেকে আগুন বের হচ্ছে
- রবি ফসল রক্ষায় কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ
- অভয়নগরে সাড়ে ১০ কোটি টাকার নিম্নমানের টিএসপি সার আটক
- কৃষি উপকরণের মূল্য হ্রাস প্রসঙ্গে
- ভৈরবে যমুনা ডিপোর ডিজেল জমে যাচ্ছে ।। সরবরাহ বন্ধ
- বীজের যোগান, প্রশিক্ষণ ও সংরক্ষণের মাধ্যমেই পিঁয়াজ...
- সার ও জ্বালানি তেলের দাম কমলেও বোরো আবাদ নিয়ে শঙ্ক...
- শেরপুরে ভেজাল সারে বাজার সয়লাব
- সোয়া দুই লাখ টন সার বিএডিসির গলার কাটা
- শাহজাদপুরে কম্পোস্ট হিপ তৈরির ধুম
- ১৩ লাখ টন তেল ও দেড় লাখ টন ইউরিয়া সার ক্রয়ের অনুমোদন
- ১৩ লাখ টন জ্বালানি তেল ও দেড় লাখ টন সার আমদানির সি...
- কৃষিপণ্য উৎপাদন, বাজারজাত, রফতানী ও প্রক্রিয়াজাতকর...
- কৃষক যখন বিজ্ঞানী
- খোলাবাজারে সার বিত্রিক্রর দাবিতে নড়াইলে কৃষকদেরম ...
- মৌসুমভিত্তিক পানি দিয়ে বোরো আবাদ চলছে
- বৈরী আবহাওয়া ও ঘন কুয়াশায় বাঘায় রবি ফসলের ব্যাপক ক...
- রংপুর-দিনাজপুরের আলুচাষিরা ‘লেটব্লাইট’ তা-বে বিপাকে
- বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ও ধানের বাম্পার ফলনে ম...
- ঋণ প্রবাহ বৃদ্ধির লক্ষ্যে কৃষি ব্যাংকের মনিটরিং টি...
- বৃটেনে সবজি রপ্তানির সোনালী হাতছানি
-
▼
January
(31)
No comments:
Post a Comment