Monday, January 26, 2009

শাহজাদপুরে কম্পোস্ট হিপ তৈরির ধুম

২৭.০১.০৯

যায়যায়দিন ।। শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় পুরোদমে চলছে জৈবসার কম্পোস্ট হিপ তৈরির কাজ। আসন্ন বোরো মৌসুমে এ উপজেলায় কৃষকদের রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে আনতে ব্যাপকভাবে কম্পোস্ট হিপ তৈরি চলছে। এ লক্ষ্যে উপজেলার কৃষি সম্প্রসারণ বিভাগের প্রত্যক্ষ সহযোগিতায় কম্পোস্ট সার তৈরির ওপর ৫৪০ জন কৃষক ও ৩৪ জন উপসহকারী কৃষি অফিসারকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়। শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল জলিল জানান, ১০ ফুট লম্বা ৪ ফুট উঁচু ও ১ ফুট চওড়া প্রতিটি কম্পোস্ট হিপ থেকে ১১ থেকে ১২ শতাংশ জমিতে ব্যবহার উপযোগী জৈব সার পাওয়া যাবে। আবদুল জলিল আরো জানান, শাহজাদপুরে যে পরিমাণ গোবর জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় এর অর্ধেক গোবর যদি জৈব সার হিসেবে ব্যবহার করা যায় তাহলে এখানে কৃষকদের চাহিদা মিটিয়ে বাইরে সার বিক্রি করে কৃষকরা আর্থিকভাবে লাভবান হতে পারেন। কৃষি বিভাগ সূত্রে আরো জানা গেছে, এ মৌসুমে শাহজাদপুরের ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ২৫ হাজার কম্পোস্ট হিপ তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। এতে সরাসরি ৩০ হাজার কৃষক উপকৃত হবে। জৈব সার ব্যবহারের ফলে মাটির গুণগত মান বৃদ্ধি পাবে।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor