Wednesday, September 10, 2008

বাবুগঞ্জে ১০ হাজার বস্তা ইউরিয়া সারসহ কার্গো ডুবি

০৯.০৯.০৮
।।ইত্তেফাক।। বরিশাল অফিস
বাবুগঞ্জের দোয়ারিকা সেতুর পশ্চিম প্রান্তের পিলারে ধাক্কা খেয়ে ১০ হাজার বস্তা ইউরিয়া সারসহ মেসার্স এমভি রুমাইচা হক নামের একটি কার্গো ডুবে গেছে। ৬ সেপ্টেম্বর কার্গোটি চট্টগ্রাম থেকে ঐ সার নিয়ে যশোরের নওয়াপাড়ার উদ্দেশ্যে রওনা হয়। সোমবার দুপুরে ঐ স্থান অতিক্রমকালে অসাবধানতাবশতঃ কার্গোটির সাইড গিয়ে ব্রিজের পিলারের সাথে ধাক্কা খায়। এতে কার্গোর তলা ফেটে ডুবে যায়। কার্গো ও স্থানীয় লোকজন এ রিপোর্ট লেখা পর্যন্ত সাড়ে তিন হাজার বস্তা সার উদ্ধার করেছে। শ্রমিক সংকটের কারণে সার উত্তোলন ব্যাহত হচ্ছে।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor