Saturday, September 6, 2008

গলাচিপায় শ্রমিক সংকট ।। রোপা আমন চাষাবাদে স্থবিরতা

০৭.০৯.০৮
।। ডেসটিনি ।। গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

গলাচিপায় শ্রমিক সংকট এখন প্রকট আকার ধারণ করেছে। উপজেলার সর্বত্র মজুর, হাইল্যা-কামলার সংকট দেখা দেয়ায় ক্ষেতগুলো একপ্রকার অনাবাদী থেকে যাওয়ার উপক্রম হয়েছে। চাষাবাদে দেখা দিয়েছে চরম স্থবিরতা। এলাকায় এখন রোপা আমন ধান আবাদে শেষ মৌসুম। সময় পার হয়ে যাচ্ছে কিন্তু শ্রমিক পাওয়া যাচ্ছে না। নিরূপায় কৃষক বাধ্য হয়ে পরিবারের শিশুসহ সবাইকে নিয়ে সমানে ক্ষেতে কাজ করে যাচ্ছে। শুধু কৃষি শ্রমিকই নয়, রিকশা, টমটম, নছিমন, টেম্পো, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রিসহ সব ধরনের শ্রমজীবীর সংখ্যা ঘূর্ণিঝড়ের পরে হঠাৎ করে হ্রাস পেয়েছে। ধনী, গরিব, ক্ষতিগ্রস্ত, অক্ষতিগ্রস্ত সবাই ছুটছে ত্রাণের পেছনে।এমনকি শিশু বৃদ্ধরাও পিছিয়ে নেই। শারীরিক সামর্থ্য থাকুক আর নাই থাকুক বৃদ্ধ ও শিশুরাও অন্যের সহযোগিতায় যাচ্ছে বিতরণকৃত এলাকায় ত্রাণ আনতে। ১২০ টাকার স্থলে ৩০০ টাকা দিয়েও ক্ষেত বীজ লাগানোর লোক পাচ্ছে না কৃষকরা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কৃষি শ্রমিক জানান, ‘সারা দিন কাম করলে গেহস্থের বাড়িতে গোনে দেবে একশ’ কুড়ি টাহা। হ্যার চাইতে রিলিফে অনেক বেশি টাহার মাল পাওন যায়। কোনো সময় টাইর পাঁচশ আবার কোনো সময় হাজার টহা ছাড়াইয়া যায়। কাম না কইরা তো লাভ বেশি।’ মুরাদনগর গ্রামের রাজমিস্ত্রি জালাল হাওলাদার জানান, তিনি গত এক সপ্তাহে ধরে শত চেষ্টা করেও একজন সহযোগী জোগাড় করতে পারেনি। ফলে কাজকর্ম একেবারে অচল হয়ে পড়েছে। সরেজমিনে চরমোন্তাজ ইউনিয়নের চরমার্গারেট গ্রামে গিয়ে দেখা গেছে, কৃষক আলতাফ হোসেন তার ১২ দাগ (১৮ একর) জমি শ্রমিকের অভাবে চাষ দিতে না পেরে পরিবারের শিশুসহ সবাইকে নিয়ে চাষাবাদ শুরু করেছেন।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor