Saturday, September 6, 2008

বাঘায় দুই হাজার বিঘা খেতের ফসল পানির নিচে

০৭.০৯.০৮
।। ডেসটিনি ।। বাঘা (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহী বাঘা উপজেলায় একজন ইউপি সদস্যসহ চার প্রভাবশালী ব্যক্তি সরকারি খাল লিজ নিয়ে পুকুর তৈরি করায় প্রায় দুই হাজার বিঘা খেতের ফসল পানির নিচে তলিয়ে গেছে। এ বিষয়ে উপজেলা ভূমি অফিসারকে এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ করেও অদ্যাবধি কোনো প্রতিকার হয়নি।
ক্ষতিগ্রস্ত শতাধিক ব্যক্তির অভিযোগে জানা যায়, উপজেলার বেলগাছি গ্রামের জনৈক ইউপি সদস্য এলাকার আরও চার প্রভাবশালী ব্যক্তি সঙ্গে নিয়ে গত কয়েক বছর যাবৎ একটি সরকারি খাল লিজ নিয়ে পুকুরেরপাড় নির্মাণ করে মাছের চাষ করে আসছে। এর ফলে ঐ এলাকার প্রায় ২ হাজার বিঘা খেতের ফসল ইতিমধ্যে পানির নিচে তলিয়ে গেছে। কৃষক আব্দুল আজিজ জানান, বেলগাছিতে সরকারি খাল লিজ নিয়ে প্রভাবশালীরা পুকুরেরপাড় নির্মাণ করায় এলাকায় তিনটি বিলসহ বেশ কিছু এলাকার পানি নিষ্কাশনে বাঁধা পড়ে। ফলে বর্ষা মৌসুমের শুরুতে অল্প বৃষ্টিতেই এলাকার টেপরি, ছাইগাড়া, পদ্মা ও গরুর বিলের বিভিন্ন ফসল পানির নিচে তলিয়ে যায়।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor