Friday, September 12, 2008

কালাইয়ে ১২ হাজার তালগাছ রোপণের কাজ শুরু

১৩.০৯.০৮
।।সমকাল।। ক্ষেতলাল প্রতিনিধি
পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য জয়পুরহাটের কালাই উপজেলার বিভিন্ন সড়ক-মহাসড়কের পাশে ১২ হাজার তালগাছ রোপণ করা হচ্ছে। বরেন্দ্র বহুমুখী উল্পুয়ন কর্তৃপক্ষ এসব তালগাছ রোপণের কাজ শুরু করেছে। গত বৃহ¯ক্সতিবার জয়পুরহাট-ঢাকা মহাসড়কের কালাই টিএন্ডটি সংল¹ু অংশ থেকে তালের চারা রোপণ করে আনুষ্ঠানিকভাবে এই কাজের উ™ে^াধন করেন কালাই উপজেলার নির্বাহী কর্মকর্তা ফারহানা আইরিছ। এ সময় উপস্টি’ত ছিলেন ইসাহাক হোসেন, ডা. বেলাল হোসেন, গোলাম মোর্শেদ প্রমুখ।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor