Friday, September 12, 2008

অ®দ্বগ্রামের মসজিদের জমি নিয়ে সংঘর্ষে কৃষক খুন

১৩.০৯.০৮
।।সমকাল।। কুলিয়ারচর প্রতিনিধি

কিশোরগঞ্জের অ®দ্বগ্রাম উপজেলার মসজিদের জমি বর্গা দেওয়া নিয়ে শুত্রক্রবার দু’দলের মধ্যে সংঘর্ষে আবুল হোসেন (৫০) নামে এক কৃষক নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০ জন। এ ঘটনা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
স্ট’ানীয় এলাকাবাসী ও পুলিশ সহৃত্রে জানা যায়, শুত্রক্রবার জুমার নামাজ শেষে উপজেলার কাস্ট‘ল বাজার জামে মসজিদ কমিটি স্ট’ানীয় লোকজনের উপস্টি’তিতে মসজিদের জমি বর্গা দেওয়ার ব্যাপারে আলোচনায় বসে।
একপর্যায়ে কাস্ট‘ল গ্রামের কৃষক আবুল হোসেন ও বশির ব্যাপারী দলের মধ্যে বাগ্বিত-া শুরু হয়। বাগ্বিত-ার সহৃত্র ধরে পরে দু’দলের মধ্যে দা-লাঠিসোটা নিয়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে মাথায় গুরুতর আঘাতের কারণে ঘটনাস্ট’লে আবুল হোসেন নিহত, এনামুল হক (৪৮), সুরুজ মিয়া (৫৫), রোমান (২৪), সোনিয়া (২৩), সুমনসহ (৩২) ১০ ব্যক্তি আহত হয়।
এ ব্যাপারে অ®দ্বগ্রাম থানায় যোগাযোগ করা হলে এসআই বাহালুল খান জানান, ঘটনাস্ট’লে পুলিশ মোতায়েন করা হয়েছে।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor