Sunday, September 7, 2008

সবজি ফসলের কৃমি জাতীয় রোগ ও প্রতিকার

০৮.০৯.০৮
।।ইত্তেফাক।। মাটি ও মানুষের কৃষি

ফসল উৎপাদনের বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে ফসলের বিভিন্ন রোগ একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বিশেষ করে সবজি জাতীয় ফসলের এই রোগের আক্রমণ অন্যান্য ফসলের চেয়ে কিছুটা বেশি।

আমাদের দেশে পুঁইশাক কম মূল্যের একটি পুষ্টিকর সবজি এবং এটি উৎপাদনের জন্য সাধারণত কোন বালাইনাশকের প্রয়োজন হয় না। বসতবাড়ির আনাচে-কানাচে স্বল্পপরিসরে এই সবজী মাধ্যমে যেমন আমাদের পরিবারের সদস্যদের পুষ্টিহীনতা দূর করা যায় অন্যদিকে বিক্রির মাধ্যমে উপার্জনও সম্ভব। কিন্তু সা¤প্রতিক সময়ে এই জনপ্রিয় সবজী পুঁইশাকে কৃষি জাতীয় রোগের উপদ্রব পরিলক্ষিত হচ্ছে। কৃষকের পর্যাপ্ত জ্ঞানের অভাবে তারা রোগটি সনাক্ত করতে পারছেন না এবং এর প্রতিকার সম্বন্ধে তারা অবহিত নয়। কৃমি রোগের লক্ষণ মাটির উপর ও নীচে উভয় জায়গাতে দেখা যায়-

মাটির উপরের লক্ষণ: পুঁইশাক গাছের বৃদ্ধি ব্যহত হয়। পাতা আকারে ছোট ও কুচকানো হয়। অনেক সময় গাছের ডগ পেঁচানো ও বিকৃত আকার ধারণ করে।

মাটির নীচের লক্ষণ: মাটির নীচে গাছের শিকড়ে টিউমারের মত গুটি সৃষ্টি হয়। শিকড় মোটা দেখায়। ফলে শিকড়ের সাহায্যে পর্যাপ্ত পুষ্টি উপাদান উপরে যেতে পারে না। অবশেষে গাছের বৃদ্ধি বন্ধ হয়ে যায়।

প্রতিকার:
- কৃমি আক্রাš- সবজী ক্ষেতে পরবর্তী মৌসুমে সবজী বাদে অন্য ফসল চাষ করতে হবে।
- পলিথিন দিয়ে মাটি ঢেকে দিয়ে মাটির তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে মাটির কৃমি ধ্বংস করতে হবে।
- প্রচুর পরিমাণে জৈব পদার্থ (পচা গোবর, পাতা পচা সার, ইত্যাদি) ব্যবহার করতে হবে।
- কার্বোফুরান জাতীয় দানাদার বালাইনাশক যেমন- ফরাফুরান ৫জি, বা ফুরাডান ৫জি, বা মিরাল ৩জি বা অয়েল ফুরান ৫জি প্রতি বর্গমিটারে ৩-৪ গ্রাম প্রয়োগ করে এই রোগ দমন করা যায়।

Ñমোঃ মোশাররফ হোসেন,

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor