Friday, September 12, 2008

প্রযুক্তিনির্ভর কৃষি ছাড়া দেশ বাঁচবে না বিনায় বার্ষিক কর্মশালায় বিজ্ঞানীদের অভিমত

১৩.০৯.০৮
।।যায়যায়দিন।। বাকৃবি প্রতিনিধি
দেশের একমাত্র কৃষি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউটে (বিনা) পাঁচ দিনব্যাপী বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা গত বুধবার শেষ হয়েছে। কর্মশালায় বিজ্ঞানীদের অভিমত, প্রযুক্তিনির্ভর কৃষি ছাড়া দেশ বাঁচবে না।
বার্ষিক কর্মশালায় বিগত বছরের গবেষণা এবং আগামী বছরের গৃহীত গবেষণা কার্যক্রম নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়। বিনা’র সাতটি বিভাগে এই কার্যক্রম পরিবেশ, জলবায়ু, আবহাওয়া ও অঞ্চলভিত্তিক গবেষণা কার্যক্রমের ওপর জোর দেয়া হবে। কর্মশালায় বিভিন্ন কৃষি গবেষণা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা উপস্থিত থেকে তাদের মূল্যবান মতামত দিয়ে গবেষণা কার্যক্রমকে সমৃদ্ধ করেছে। বিশেষ করে খরা, বন্যা ও লবণাক্তপ্রবণ এলাকায় চাষাবাদযোগ্য বীজ, জাত ও প্রযুক্তি উদ্ভাবনের ওপর গুরুত্ব দেয়া হয়। গত বছর বিনা উদ্ভাবিত আলোড়ন সৃষ্টিকারী বিনাধান-৭ নিয়ে পর্যালোচনা করা হয়। এই কর্মশালায় মাঠ পর্যায়ের কৃষকদের অংশগ্রহণে বিভিন্ন সমস্যা চিহ্নিত ও সমাধানে আলোচনা করা হয়।
স্বল্পমেয়াদি রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন অধিক ফলনশীল শস্যের জাত উদ্ভাবনে বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়ে বিশদভাবে আলোচনা করা হয় এই কর্মশালায়। যেখানে দুই শতাধিক বিজ্ঞানী কর্মশালায় অংশ নেন। বিজ্ঞানীদের অভিমত, কৃষির উন্নয়ন ছাড়া দেশ উন্নতি লাভ করবে না। বর্তমান খাদ্য সঙ্কট মোকাবেলায় ও বৈশ্বিক উষ্ণতা রোধে কৃষি প্রযুক্তির ওপরে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।
বিনার মহাপরিচালক ড. মোহাম্মদ হোসেন বলেন, বার্ষিক এ কর্মশালায় গত বছরের উদ্ভাবিত প্রযুক্তি ও আগামী বছরের গবেষণার কার্যক্রমের ওপরে বিশদ পর্যালোচনা করা হয়। বিদেশি বিজ্ঞানীদের দ্বারা এ কার্যক্রমকে পর্যালোচনা করে জাতীয়ভাবে নীতিনির্ধারণ করা হয়। কর্মশালায় গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে দেশে কৃষি অনেক দূর এগিয়ে যাবে এবং খাদ্য সঙ্কট মোকাবেলায় যথেষ্ট ভূমিকা পালন করবে।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor