Friday, September 12, 2008

গ্যাস সঙ্কটে যমুনা সার কারখানায় দৈনিক উৎপাদন ক্ষতি ৫০ লাখ টাকার

13.09.08
।। যায়যায়দিন।। জামালপুর প্রতিনিধি
গ্যাস সঙ্কটের কারণে জামালপুরের তারাকান্দিতে যমুনা সার কারখানায় উৎপাদন কমেছে। দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন উৎপাদনক্ষম এ কারখানায় বর্তমানে উৎপাদন হচ্ছে ১,২০০-১,৩০০ মেট্রিক টন সার। ফলে দৈনিক উৎপাদন ক্ষতি হচ্ছে প্রায় ৫০ লাখ টাকা।
কারখানা সূত্র জানায়, যমুনায় স্বাভাবিক উৎপাদনের সময় প্রাকৃতিক গ্যাস চাপের পরিমাণ থাকতে হয় ৩৭০ পিএসআইজি (প্রেশার স্কয়ার ইঞ্চি), যা কমে বর্তমানে রয়েছে ২৭০ পিএসআইজি। কারখানা কর্তৃপক্ষ এ ব্যাপারে পেট্রোবাংলাসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করলেও গ্যাসের চাপ ওঠানামা অব্যাহত রয়েছে। ফলে দেশের বৃহত্তম কারখানাটির সার উৎপাদন ক্রমেই কমছে।
অ্যামোনিয়া প্লান্টের বয়লারে লিকেজ দেখা দেয়ায় গত ৮ সেপ্টেম্বর কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। মূলত গ্যাসের চাপ অস্বাভাবিক ওঠানামার কারণেই এ লিকেজ দেখা দেয়। মেরামত শেষে তিনদিন পর ১১ সেপ্টেম্বর আবার কারখানায় উৎপাদন শুরু হয়।
কারখানার একাধিক দায়িত্বশীল কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা যায়, গ্যাসের চাপ ওঠানামা করলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। অনেক মূল্যবান যন্ত্রাংশসহ গুরুত্বপূর্ণ স্থানে লিকেজ হওয়ার ঘটনাও ঘটে। এভাবে অব্যাহতভাবে গ্যাস চাপ কমতে থাকলে কারখানাটির উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বছরে এক থেকে দেড় লাখ মেট্রিক টন সার উৎপাদন কম হবে। যার আমদানি মূল্য প্রায় এক হাজার কোটি টাকা। এ ব্যাপারে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মীর মোজাফফর আলী জানান, কর্তৃপক্ষ যমুনা সার কারখানাকে স্বাভাবিক গ্যাস সরবরাহ না করলে বছরে এক থেকে দেড় লাখ মেট্রিক টন সার উৎপাদন কম হবে।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor