Wednesday, September 3, 2008

সোয়া লাখ হেক্টর ফসলি জমি পানির নিচে

০২.০৯.০৮

।। ডেসটিনি রিপোর্ট ।।

বন্যার পানিতে তলিয়ে গেছে দেশের সোয়া লাখ হেক্টর জমির বিভিন্ন ধরনের ফসল। কৃষি সংশ্লিষ্টরা বলছেন, এক থেকে দেড় সপ্তাহের মধ্যে আউশ-আমন ক্ষেতের পানি অপসারণ না হলে ফসল উৎপাদন কিছুটা হলেও ব্যাহত হবে। সূত্র জানিয়েছে, গতকাল সোমবার বিকাল ৫টা পর্যন্ত (১৫ জেলার) দেশের লালমনিরহাট, কুড়িগ্রাম, সিলেট, জামালপুর, কক্সবাজার, রাজবাড়ী, ব্রাহ্মণবাড়িয়া, টাঙ্গাইল, নরসিংদী, যশোর,
চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও সিরাজগঞ্জ জেলার ১ লাখ ২০ হাজার হেক্টর জমির ফসল বন্যার পানিতে তলিয়ে গেছে। এর মধ্যে রোপা আমন ৯৯ হাজার ৪০৮ হেক্টর, রোপা আমনের বীজতলা ৯৯২ হেক্টর, বোনা আমন ১৩৯৫ হেক্টর, আউশ ২৮০০ হেক্টর, শাকসবজি ১৯৪৪ হেক্টর, পাট ৪০ হেক্টর, অন্যান্য ২৯০ হেক্টর। এসব ফসলের অধিকাংশের ফসলি জমিতেই গত এক থেকে দুই সপ্তাহ পর্যন্ত পানি স্থায়ী হয়ে আছে।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. শামছুল আলম দৈনিক ডেসটিনিকে জানান, বন্যার পানিতে ১ লাখ ২০ হাজার হেক্টর জমির ফসল সম্পূর্ণ নষ্ট হয়নি। বন্যার পানিতে তলিয়ে যাওয়া আমন ধান যেগুলো এখনো কচি অবস্থায় রয়েছে সেগুলো একটু বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। আমন ধান পানি সহিষ্ণু উল্লেখ করে তিনি বলেন, এক সপ্তাহ বা তারও বেশি সময় পানিতে তলিয়ে থাকলে তেমন কোনো ক্ষতি হয় না।
ক্ষয়ক্ষতি নিরূপণের বিষয়ে তিনি বলেন, ফসলি জমি থেকে পানি সরা না পর্যন্ত প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণও বলা সম্ভব নয়। বন্যার পানিতে আমন ধান রক্ষায় করণীয় সম্পর্কে অধিদফতরের উপসহকারী কৃষি কর্মকর্তারা বিভিন্নভাবে কৃষকদের পরামর্শ দিচ্ছেন বলে তিনি জানান।
তবে আবহাওয়া অধিদফতর ও কৃষি অধিদফতরের মাঠপর্যায়ের একাধিক সূত্র দাবি করেছে, বন্যায় দেশের ২০ জেলার দেড়লক্ষাধিক হেক্টর জমির ফসল একেবারেই নষ্টের পথে। উল্লেখ্য, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গত মৌসুমে বোরোর বাম্পার ফলনের পর চলমান আউশ-আমন ধানের চাষ ও উৎপাদন বাড়াতে নানামুখী পরিকল্পনা নিয়েছে সরকার। এরই ধারাবাহিকতায় চলতি বছর উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে রোপা আমনের ৫৩ লাখ ৭০ হাজার হেক্টর জমিতে ১ কোটি ৩০ লাখ টন চাল এবং বোনা আউশের ১১ দশমিক ১ লাখ হেক্টর জমিতে ২২ লাখ টন চাল। তবে আউশ চাষ হয়েছে ১৩ লাখ ৯৩ হাজার হেক্টর জমি (প্রায় ৩ লাখ হেক্টর জমি বেশি)।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor