Saturday, September 6, 2008

মাগুরায় পানির অভাবে শুকিয়ে যাচ্ছে চারা এক রাতে ২১ শ্যালো চুরি

০৬.০৯.০৮
।। যায়যায়দিন ।। মাগুরা প্রতিনিধি
শ্যালো মেশিন চুরি যাওয়ায় সেচ দিতে পারছেন না কৃষক -যাযাদি

মাগুরা সদর উপজেলার আঠারখাদা মাঠ থেকে কৃষকদের রোপা আমন ক্ষেতে সেচ কাজে ব্যবহৃত ২১টি শ্যালো ইঞ্জিনচালিত সেচযন্ত্র চুরি হয়ে যাওয়ায় এ মাঠের ৫০০ একর জমির আমন ফসল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। সেচ বন্ধ হয়ে যাওয়ায় এরই মধ্যে অধিকাংশ ক্ষেতের মাটি ফেটে যাচ্ছে। পাশাপাশি শুকিয়ে যাচ্ছে ধানের চারা।একটি সংঘবদ্ধ চক্র বুধবার রাতে এ মাঠের বিভিন্ন রোপা আমন ক্ষেতে বসানো সেচযন্ত্রগুলো চুরি করে নিয়ে যায়। যার সঙ্গে এ এলাকায় কৃষকদের ৫০০ একর জমির চলতি আমন মৌসুমের সেচ কাজ নির্ভরশীল।কৃষকরা জানান, প্রতি বছরই এ মাঠ থেকে শ্যালো ইঞ্জিনচালিত সেচযন্ত্র চুরি হচ্ছে। গত বছর একই মৌসুমে চুরি হয়েছিল ১৭টি সেচযন্ত্র। তার এক বছর আগে চুরি হয়েছিল ২২টি। এবারের মতো প্রতিবারই থানায় অভিযোগ দেয়া হয়েছিল কিন্তু কোনো ফল হয়নি।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor