Saturday, September 6, 2008

জলবায়ুর প্রভাবে বাংলাদেশের খাদ্য উৎপাদন হ্রাস পাবে

০৬.০৯.০৮
।। যায়যায়দিন ।। নিউজনাউ বিডি ডট নেট

বিশ্ব তাপমাত্রার বৃদ্ধি এবং বৃষ্টিপাতের ধরন পরিবর্তনের ফলে বাংলাদেশের খাদ্য উৎপাদন ক্রমেই হ্রাস পাবে। এছাড়া সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে উপকূলবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে যাবে এবং পানিতে লবণাক্ততা বৃদ্ধি পাবে। ইন্টারন্যাশনাল প্যানেল অফ ক্লাইমেট চেঞ্জের (আইপিসিসি) এক রিপোর্টে এ সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে।
আইপিসিসি বাংলাদেশে ১৯৯০ সালকে ভিত্তি ধরে বিশ্ব তাপমাত্রা বৃদ্ধি এবং বৃষ্টিপাতের ধরনের পরিবর্তনের ওপর তাদের চতুর্থ রিপোর্টে এ তথ্য প্রকাশ করে। রিপোর্টে বলা হয়, ২১ শতকের শেষ দশকে বিশ্ব তাপমাত্রা ১.৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। বিশ্ব তাপমাত্রা বৃদ্ধির ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে। বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ। অকাল বন্যায় প্লাবিত হবে দেশের নিম্নাঞ্চল। এর প্রভাবে নদনদী ও জলাশয়ে লবণাক্ততা বৃদ্ধি পাবে। বেড়ে যাবে খরার প্রকোপ। এসব প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আগামী দিনগুলোতে খাদ্য উৎপাদন হ্রাস পাবে। ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে চালের উৎপাদন ৮ শতাংশ এবং গমের উৎপাদন ৩২ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে।
চতুর্থ আইপিসিসি রিপোর্টে দক্ষিণ এশিয়ার জলবায়ু পরির্বতন সম্পর্কে বলা হয়, মৌসুমি বৃষ্টিপাত অনেক বেশি হওয়ার কারণে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটানের নদনদীর পানি বাড়বে। এর সঙ্গে যুক্ত হবে হিমালয়ের বরফ গলা পানি। ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ০.১৮ মিটার থেকে ০.৭৯ মিটার পর্যন্ত বাড়তে পারে। দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী এলাকাগুলো প্লাবিত হয়ে নদনদী ও জলাশয়ে লবণাক্ততা বৃদ্ধি পেতে পারে। সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণার উদ্ধৃতি দিয়ে রিপোর্টে বলা হয়, বর্তমান শতাব্দী শেষে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ১.৫০ মিটারের বেশি বৃদ্ধি পেতে পারে।
আইপিসিসি রিপোর্টে আশঙ্কা করা হয়, নদীভাঙন এবং উপকূলবর্তী এলাকাগুলোতে লবণাক্ত পানি প্রবেশের ফলে হাজার হাজার মানুষ তাদের বসতভিটা ছেড়ে যাবে এবং তারা ঢাকাসহ অন্যান্য বড় শহরে গিয়ে বসবাস করবে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা যদি বর্তমানে প্রত্যাশিত মাত্রার চেয়ে বেশি হয় তাহলে ২০৫০ সাল নাগাদ ৬০ থেকে ৮০ লাখ মানুষ বাস্তুচ্যুত হবে। জলবায়ুর এ পরিবর্তনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে গ্রামের মানুষসহ সমুদ্র উপকূলবর্তী ও চর এলাকার মানুষ। তাপমাত্রা এবং বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ার ফলে পানি এবং বায়ুবাহিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়বে এসব এলাকার মানুষ।
আইপিসিসির রিপোর্টে জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে বাংলাদেশকে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় জলবায়ু পরিকল্পনা বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor