Thursday, September 11, 2008

কৃষি উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বিআরডিবি’র ক্ষুদ্র ঋণ প্রকল্প

১২.০৯.০৮
।।ইত্তেফাক।। শিল্প ও বাণিজ্য

দ্বি-স্তর সমবায়ের মাধ্যমে কৃষি প্রবৃদ্ধি অর্জনের পাশাপাশি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) ক্ষুদ্র ঋণ প্রকল্প বাস্তবায়ন করছে। এ লক্ষ্যে কৃষি প্রবৃদ্ধি অর্জন তথা কৃষি উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, নারীর ক্ষমতায়ন ও মানবসম্পদ উন্নয়ন কর্মসূচি গ্রহণ করেছে। পল্লী উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে নিয়োজিত দেশের বৃহত্তম সরকারি প্রতিষ্ঠান এই কর্মসূচি নেয়ায় পল্লী অঞ্চলের জনসাধারণের মনে আশার সঞ্চার হয়েছে।-বাসস

বিআরডিবি’র সংশ্লিষ্ট বিভাগের প্রকল্প পরিচালক একেএম নজিবুল্লাহ খান জানান, ইতোমধ্যে এ কর্মসূচির সুফল জনগণ পেতে শুরু করেছে। প্রকল্পভুক্ত মূল কর্মসূচির মুখ্য উদ্দেশ্য হচ্ছে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের দ্বি-স্তর সমবায়ের মাধ্যমে সংগঠিত করে তাদের প্রশিক্ষণ, ঋণ, বিপণন ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা এবং কৃষি প্রবৃদ্ধি অর্জন। এই কর্মসূচির কার্যক্রম ও অগ্রগতি লক্ষণীয়।

তিনি উল্লেখ করেন, এ পর্যন্ত উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) গঠিত হয়েছে ৪৫০টি। কৃষক সমবায় সমিতি (কেএসএস) গঠন করা হয়েছে ৭০ হাজার ৩৮টি। সদস্য অন্তর্ভুক্তি হয়েছে ২৪ লাখ ৯৩ হাজার, পুঁজি গঠন/শেয়ার সঞ্চয় হয়েছে ১শ’ ৫১ কোটি ৪ লাখ টাকা, কৃষি ঋণ বিতরণ হয়েছে এক হাজার ২শ’ ৮৬ কোটি ১৮ লাখ টাকা।

সেচযন্ত্র বিতরণের মধ্যে রয়েছে গভীর নলকূপ (গণকূপ) ১৮ হাজার ৪শ’ ৬০টি, অগভীর নলকূপ (অগণকূপ) ৪৪ হাজার ৫শ’ ২৩টি, শক্তিচালিত পাম্প ১৯ হাজার ৪শ’ ৫০টি এবং হস্তচালিত পাম্প ২ লাখ ৭৩ হাজার।

দারিদ্র্য বিমোচন ও ক্ষুদ্র ঋণ কার্যক্রমে বিআরডিবি’র এ কর্মসূচির অগ্রগতির মধ্যে রয়েছে ৬৪টি জেলা, ৪৭৭টি উপজেলা, অন্তর্ভুক্তি উপজেলা বিত্তহীন কেন্দ্রীয় সমবায় সমিতি গঠন ১শ’ ৬৯টি, সমিতি ও দল গঠন ১ লাখ ১শ’ ২৯টি, সদস্য অন্তর্ভুক্তি ২৮ লাখ ৪৩ হাজার। এর মধ্যে ৯ লাখ ৫৬ হাজার পুরুষ এবং মহিলা ১৮ লাখ ৮৭ হাজার। মহিলা অন্তর্ভুক্তির হার শতকরা ৬৬ ভাগ। এছাড়া এ কার্যক্রমের আওতায় পুঁজি গঠিত হয়েছে ৩শ’ ৫৮ কোটি ৫৯ লাখ টাকা।

No comments:

About Me

My photo
প্রতিদিন বিভিন্ন সংবাদপত্র কৃষি বিষয়ে নানান সংবাদ প্রকাশ করে থাকে। এ সকল তথ্য কাজের জন্য খুবই সহায়ক। কিন্তু একজনের পক্ষে প্রতিদিন সবগুলো সংবাদপত্র পড়া সম্ভব হয়ে ওঠে না। অথচ এ সকল বিষয়গুলো আমাদের সবার জন্য কম-বেশি দরকারি। এ চিন্তা থেকে আমরা বিভিন্ন সংবাদপত্র নিয়মিত পরিবীক্ষণ ও কৃষি বিষয়ক সংবাদসমূহ তথ্যায়নের উদ্যোগ গ্রহণ করেছ্।ি আশা করছি সংবাদ তথ্যায়নের এ প্রকিৃয়াটি আমাদের কাজের জন্য সহায়ক হবে। পার্টিসিপেটরি রিসার্চ এন্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান এ কাজটি সঞ্চালনের কাজ করছে।

Krishi Khobor